এক্সপ্লোর
রান্না নাকি গিটার? বই নাকি ওয়ার্কআউট? লকডাউনে কীভাবে অবসর কাটাচ্ছেন টলিউডের নায়ক নায়িকারা?

1/29

বাড়িতেই একে অপরের সঙ্গে কোয়ারান্টাইনে সময় কাটাচ্ছেন অঙ্কুশ ঐন্দ্রিলা।
2/29

ঘরে নয়, সমস্ত রকম সুরক্ষা নিয়ে রাস্তায় নুসরত জাহান। বাজার থেকে পথচলতি মানুষদের মধ্যে করলেন মাস্ক বিতরণ। প্রচার করলেন করোনা সতর্কতাও।
3/29

ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেই ছবি।
4/29

বাংলাদেশে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন জয়া এহসান। ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নিজের সঙ্গে পরিবারের সঙ্গে এত দীর্ঘ সময় কাটানোর সুযোগ কি সহজে আসবে? তাই উৎকণ্ঠা সরিয়ে রেখে পরিবারের সঙ্গে আনন্দ করুন..নিজের সঙ্গে থাকুন। যতটা সম্ভব ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মানুন।‘
5/29

স্বামী রোশনের সঙ্গে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী।
6/29

ভিডিও করে শেয়ার করলেন বাজারের পরিস্থিতি। দিলেন সুরক্ষা বার্তাও।
7/29

ঘরে বন্দি বলে কি আড্ডা হবে না! পাওলি, আবীরের সঙ্গে ভিডিও কলের এই স্ক্রিনশট শেয়ার করলেন তনুশ্রী।
8/29

বাড়িতেই ওয়ার্ক আউট গৌরবের। পোস্ট করলেন ভিডিও।
9/29

নিজের বাড়িতে নাচের ছন্দে মনামী। পোস্ট করলেন ভিডিও।
10/29

রান্না করেই সময় কাটাচ্ছেন অভিনেতা ইয়শ গুপ্ত
11/29

বাড়িতে বসে নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন পাওলি দাম। ইনস্টাগ্রামে পোস্ট করলেন গানের ভিডিও।
12/29

নিজের বাড়িতে নিজের পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন মিমি চক্রবর্তী।
13/29

একের পর এক মিউজিক ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করছেন পরমব্রত।
14/29

করোনা সতর্কতায় প্রচার করেছেন তিনিও।
15/29

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
16/29

কুকুরের থেকে করোনা ছড়ায় না। বার্তা শ্রীলেখা মিত্রের। নিজের হাউজিং চত্বরে কুকুরদের খাওয়াতে ব্যস্ত তিনি।
17/29

রান্নায় ব্যস্ত রুদ্রনীল। তার ফাঁকে পোস্ট করলেন সেলফি।
18/29

বাড়িতেই বই পরে সময় কাটাচ্ছেন মধুমিতা সরকার।
19/29

কোয়ারেন্টাইনে বাড়িতে বসেই নিজের সখগুলো ঝালিয়ে নিচ্ছেন পরমব্রত। গিটারে মগ্ন অভিনেতা।
20/29

বান্ধবীর সঙ্গে কোয়ারেন্টাইনে সময় কাটাচ্ছেন সৌরভ।
21/29

কাজের ছুটি। তাই স্ত্রী শুভশ্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাজ চক্রবর্তী।
22/29

পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাচ্ছেন কনীনিকা।
23/29

বাড়িতেই ওয়ার্কআউট করছেন কৌশানী।
24/29

বাড়িতে বসেই গীটারে সুর তুললেন সায়ন্তিকা ব্যানার্জী।
25/29

বাড়িতে থাকলেও নিয়মিত ওয়ার্কআউট করছেন ফিটনেস ফ্রিক পাওলি। শেয়ার করলেন সেই ভিডিও ও।
26/29

সকালবেলা সুরক্ষা নিয়েই বাজার করতে বেরিয়েছিলেন সোহিনী সরকার।
27/29

বাড়িতেই ওয়ার্ক আউট গার্গী রায়চৌধুরীর।
28/29

লকডাউনে গৃহবন্দি গোটা দেশ। সেলেব থেকে সাধারণ মানুষ। করোনাভাইরাস প্রতিরোধে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আজ সেই লকডাউনের পঞ্চম দিন। কাজ থেকে ছুটি। কোয়ারেন্টাইনে থেকে কেমন সময় কাটছে টলিউডের নায়ক নায়িকাদের? কী করছেন তাঁরা ঘরবন্দি হয়ে? দেখুন এক ঝলকে।
29/29

পায়ে চোট পেয়েছেন অভিনেতা দেব। তাই বাড়িতেই রয়েছেন তিনি। কোয়ারেন্টাইন বলে পোস্ট করেছেন পায়ের ছবিই।
Published at : 29 Mar 2020 01:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
