কোনও পরিচিত দলে নয়, নির্দল প্রার্থী হিসেবেই রাজনীতিতে যাত্রা শুরু করবেন আমিশা।
2/7
জাতপাতকে প্রাধান্য দেওয়া প্রসঙ্গে আমিশা মন্তব্য করেন, আগে তিনি প্রত্যেককে ভাল মানুষ হতে বলবেন। তারপর ধর্ম, জাত, এই সমস্ত বিষয় মাথা ঘামাবেন।
3/7
তিনি রাজনীতিতে যোগ দিলে দেশের পর্যটনের বিশাল উন্নতি করতে চান। এছাড়া মহিলাদের শিক্ষার দিকটিতেও বিশেষ নজর দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
4/7
সেই সাক্ষাতকারেই আমিশা বলেন, তাঁর মতো উচ্চশিক্ষিত তরুণ প্রজন্মরা যদি বেশি করে রাজনীতিতে যোগ দেন, তাহলে বদল আসা অব্যশম্ভাবী।
5/7
অভিনেত্রী আমিশা পটেল, খুব তাড়াতাড়িই রাজনীতিতে পা রাখতে চলেছেন, সাম্প্রতিক এক সাক্ষাতকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।
6/7
ছবিতে কাজ প্রসঙ্গে, আমিশা বলেছেন, ভাল চিত্রনাট্য পেলে তিনি অবশ্যই রুপোলি পর্দায় কাজ করবেন।
7/7
অর্থনীতিতে স্নাতক আমিশা পড়াশোনায় বরাবরই ভাল। গোল্ড মেডেল নিয়ে কলেজ পাশ করে ইকোনমিক অ্যানালিসিস্টের কাজ করতেন আমিশা। কিন্তু অভিনয়ের জন্য ছেড়েছিলেন সফল পেশা। রাকেশ রোশনের হাত ধরে সুপার ডুপার হিট ছবি ‘কহ না প্যার হ্যায়’- দিয়ে বলিউডে প্রথম আত্মপ্রকাশ আমিশার। তারপর আর ফিরে যাননি পুরনো পেশায়।