প্রতিবেদন অনুসারে কোম্পানি এখন বিটা ভার্সনে টেস্ট করছে। কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচারগুলি চালু হয়ে যেতে পারে।
2/7
এরকম হলে বড় ফাইলও হোয়াটস্যাপের মাধ্যমে সহজেই শেয়ার করা যাবে।
3/7
এই ফিচারের মাধ্যমে হোয়াটস্যাপের সাহায্যে গ্রাহকরা ভয়েস-মেল রেকর্ড করতে পারবেন এবং তা পাঠাতেও পারবেন। এরসঙ্গে নয়া ফিচারের মাধ্যমে পিডিএফ ফাইলের সঙ্গে জিপ ফাইলও পাঠানো যাবে।
4/7
প্রকাশিত প্রতিবেদন অনুসারে iOS প্ল্যাটফর্মে হোয়াটস্যাপ ভয়েস-মেলও চালু করতে চলেছে।
5/7
এই ফিচারের সাহায্যে একটি অ্যাপ না খুলেই বোতামে চাপ ট্যাপ করে অন্য কাউকে ফোন করতে পারবেন। হোয়াটস্যাপ মিসড কল নোটিফিকেশনের সঙ্গে নোটিফিকেশন প্যানেলে ফুটে উঠবে ওই বোতাম
6/7
ফোন র্যাডার-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হোয়াটস্যাপ তাদের অ্যান্ড্রয়েড ও iOS গ্রাহকদের জন্য কল ব্যাক ফিচার আনতে চলেছে।
7/7
বিশ্বের বৃহত্তম ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটস্যাপ সম্প্রতি এন্ড টু এন্ড এনক্রিপশন সহ বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার আনতে চলেছে বলে জানা গিয়েছে।