এক্সপ্লোর
জানেন, ৩১ ডিসেম্বরের পর এই ফোনগুলিতে সাপোর্ট করবে না হোয়াটস্ অ্যাপ
1/5

২০১৬-র পর বেশ কিছু স্মার্টফোনে আর ব্যবহার করা যাবে না অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটস্ অ্যাপ। মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে সারা বিশ্বে ১ বিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে হোয়াটস অ্যাপের। এই খবরে চিন্তায় অনেক হোয়াটস অ্যাপ প্রেমীই।
2/5

আগামী বছর কিছু স্মার্টফোন ব্যবহারকারীদের আপগ্রেড করতে হবে অপারেটিং সিস্টেম। হোয়াটস অ্যাপের তরফে জানানো হয়েছে, তারা অ্যাপের কিছু ফিচার বাড়াচ্ছে। তাই কিছু অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে না অ্যাপটি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ জেনারেশন যেসব আইপ্যাডগুলো আপডেট করা হয় নি, সেসব ডিভাইসেও হোয়াটস অ্যাপ ব্যবহার করা যাবে না। তবে, অ্যান্ড্রয়েড, আইফোন বা উইনডোজ ফোনকে আপগ্রেড করে নিলে নির্বিঘ্নেই ব্যবহার করা যাবে হোয়াটস অ্যাপ।
Published at : 05 Dec 2016 12:03 PM (IST)
View More






















