মৃত্যুর আগে পর্যন্ত সুসান নিজের সঙ্গে একটি কার্ড রাখতেন। যাতে লেখা থাকতো, তিনি দেহ দান করেছেন। তিনি যেখানেই মারা যান না কেন তার শরীর যেন যত তাড়াতাড়ি সম্ভর সংরক্ষণ করা হয়।(সব ছবি- ন্যাশানাল জিওগ্রাফি)
2/5
সাতাশ হাজার অংশে সুসানের শববিচ্ছেদ করা হবে। প্রত্যেকটি অংশকে কম্পিউটারের সাহায্যে আলাদাভাবে নিরীক্ষণ করা হবে।(সব ছবি- ন্যাশানাল জিওগ্রাফি)
3/5
সুসান পটার হল প্রথম মহিলা যার টাইটানিয়াম হিপ রয়েছে। চিকিৎসা শাস্ত্রের প্রয়োজনে তার শরীরকে সংরক্ষণ করা হবে। পরে বিভক্ত করা হবে বিভিন্ন অংশে।(সব ছবি- ন্যাশানাল জিওগ্রাফি)
4/5
সুসানের ইচ্ছা ছিল অমর হয়ে থাকার ইতিহাস তৈরী করার। মেডিকেল ছাত্রছাত্রীদের মধ্যে এভাবেই অমর হয়ে রয়ে যাবেন তিনি। তার ওপর একটি তথ্যচিত্রও তৈরী হয়েছে।(সব ছবি- ন্যাশানাল জিওগ্রাফি)