এক্সপ্লোর
বিরল ঘটনা, এক মহিলার যমজ সন্তানের জনক ভিন্ন, জানা গেল ডিএনএ টেস্টে!

1/7

আর এই ডিএনএ পরীক্ষার জেরেই ওই মহিলার বিবাহবহির্ভূত সম্পর্কের ব্যাপারটিও প্রকাশ্যে এল।
2/7

এই ঘটনা চিনের। যমজ সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন ওই মহিলার স্বামী। কারণ, তাঁর স্ত্রীকে নিয়ে সন্দেহ ছিল। শুধু তাই নয়, যমজ হলেও দুই শিশুর চেহারায় মিল নেই। সাধারণত, যমজদের ক্ষেত্রে চেহারায় মিল থাকে।
3/7

ডিএনএ পরীক্ষার ফলাফল আসার পর শুধু ওই মহিলা বা তাঁর স্বামী নন, অবাক হয়ে যান চিকিত্সকরাও। প্রথমে মহিলা ডিএনএ পরীক্ষার ফল মানতে চাননি। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী রিপোর্ট বিকৃত করেছেন।
4/7

কিন্তু পরে পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে মহিলা স্বীকার করেন যে, অন্য এক ব্যক্তির সঙ্গেও তাঁর সম্পর্ক হয়েছিল।
5/7

চিকিত্সকরা বলছেন, চিকিত্সা শাস্ত্রে এ ধরনের ঘটনা খুবই বিরল। দুই ভিন্ন ব্যক্তির সঙ্গে একই দিনে সম্পর্কের জন্য একই দিনে কোনও মহিলার গর্ভধারণের ঘটনা একেবারেই বিরল।এই ঘটনাকে বলা হয়, হেটরোপ্যাটার্নাল সুপারফেকানডেশন।
6/7

সম্প্রতি এমন একটা ঘটনা ঘটল যা চমকে দেওয়ার মতো। এক মহিলা যমজ সন্তানের জন্ম দিলেন। ডিএনএ পরীক্ষায় জানা গেল, ওই দুই সদ্যোজাতর জনক ভিন্ন দুই ব্যক্তি। সব ছবি-গেটি ইমেজ
7/7

চিনের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের গোড়ায় জিয়ামেন শহরে স্থানীয় থানায় ওই দম্পতির যমজ সন্তানের জন্মের নথিভূক্ত করণের সময় বিষয়টি প্রকাশ্যে আসে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দম্পতিকে পিতৃত্বের পরীক্ষা রিপোর্ট জমা দিতে হত। দুই সন্তানের মধ্যে একজন একেবারেই তাঁর মতো দেখতে নয় বলে বিস্ময় প্রকাশ করেন স্বামী। ডিএনএ রিপোর্ট আসার পর ওই ব্যক্তিও অবাক হয়ে যান। ফুজিয়ান ঝেংটাই ফরেন্সিক আইডেন্টিফিকেশন সেন্টারের ডিরেক্টর এ কথা জানিয়েছেন। এই সেন্টারই ওই দম্পতির পিতৃত্বের পরীক্ষা করেছিল। জানা গেছে, ওই দম্পতি এখন নিজেদের মধ্যে বিবাদের নিষ্পত্তি করে নিয়েছেন।
Published at : 28 Mar 2019 01:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
