এক্সপ্লোর
পিয়েত্রো বোসেলি- ইনিই বিশ্বের সবথেকে ‘হট’ অঙ্কের শিক্ষক!
1/23

অঙ্কের মাস্টারমশাই মানেই মনে একটা অন্যরকম ছবি ফুটে ওঠে। রাগী, গম্ভীর, কড়া, একটু সিরিয়াস ধরনের। কিন্তু সেই ধারনাই একেবারে বদলে দিলেন পিয়েত্রো বোসেলি। বিশ্বের সবথেকে ‘হট’ অঙ্কের শিক্ষক নাকি তিনিই, এমনটাই দাবি। এই ‘হটেস্ট ম্যাথ টিচার’-এর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আগে শুধুই ছাত্র পড়ানো তাঁর পেশা ছিল। অঙ্গের পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও পড়াতেন তিনি। পরে মডেলিং-এর দুনিয়াতে আসেন তিনি। ২০১৪-য় ইউরোপীয়ান ফিটনেস মডেল চ্যাম্পিয়ন হন তিনি।
2/23

Published at : 16 Apr 2016 08:14 PM (IST)
View More






















