ডক্টর ওয়েমেলিঙ্কের এই আবিষ্কার নেচার টুডে নামের একটি ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে।
2/6
ডক্টর ওয়েমেলিঙ্কের এই আবিষ্কার নেচার টুডে নামের একটি ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে।
3/6
নাসা হাওয়াই দ্বীপপুঞ্জের এক আগ্নেয়গিরি থেকে যে মাটি সংগ্রহ করেছিল, সেই রকম মাটিই পাওয়া যায় মঙ্গলে।
4/6
মঙ্গল গ্রহে যে মাটি পাওয়া যায়, সেইরকম মাটিতে দুটি পোকার জন্ম হয়েছে। এরফলে মঙ্গলে মানুষ থাকার সম্ভাবনা আরও কয়েকগুন বেড়ে গেল, দাবি গবেষকদের
5/6
গবেষকদের দাবি, ২০৩০ সালের মধ্যে মানুষ থাকতে শুরু করবে মঙ্গল গ্রহে।
6/6
বায়োলজিস্ট ডক্টর ওয়েগার ওয়েমেলিঙ্ক দুটি কীট আবিষ্কার করেছেন হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে আনা মাটিতে। সেখানকার মাটির সঙ্গে মঙ্গলের মাটির সাদৃশ্য আছে। এই মাটি তিনি সংগ্রহ করেছিলেন নাসা থেকে। এই কীটের জন্ম থেকে মঙ্গলে প্রাণী জগতের বসবাস যে সম্ভব সেটা আরও একবার প্রমাণিত হল