এক্সপ্লোর
ধোনির বায়োপিকে যুবি-জাদু
1/7

উল্লেখ্য, ধোনিকে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের দলে সুযোগ পান। মহম্মদ কাইফের নেতৃত্বাধীন ভারত বিশ্বকাপ জিতেছিল। যুবরাজ সিংহ ছিলেন ওই টুর্নামেন্টের তারকা ক্রিকেটার।
2/7

ধোনি ব্যাট করতে নেমে ১৪ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।সিনেমার কাহিনী অনুসারে ধোনির এক বন্ধু তাঁর কাছে ম্যাচ সম্পর্কে জানতে চান। ধোনি জবাবে বলেন, ওদের একটা ব্যাটসম্যান একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ওই খেলোয়াড় একাই বিহার দলের মোট স্কোর ৩৫৭-র চেয়ে ১ রান রেশি করেন। ওদের দলের রান দাঁড়ায় ৫ উইকেটে ৮৫৪।
Published at : 04 Oct 2016 09:42 PM (IST)
View More






















