স্বামী বিবেকানন্দ । Birthday of Swami Vivekananda । জেনে নিন এই মহান সন্ন্যাসীর ঐতিহাসিক জীবনকাহিনী
পর্ব সম্পর্কিত
ভারতবর্ষের বঙ্গভূমি বরাবরই উর্বর। ভাগীরথীর উপকূলে অবস্থিত এই অঞ্চল নদীর পলি মৃত্তিকায় সমৃদ্ধ হাওয়ায় নানা রকমের ফসল ফলেছে এই বাংলার বুকে। সেই থেকে নদী তীরে গড়ে উঠেছে মানব সভ্যতা, উর্বর ভূমিতে জন্মানো মানুষের মন এবং মননেও যেন সেই উর্বরতার ছাপ পড়েছিল সুগভীর ভাবে। বাংলা বড়ই বিচিত্র এক অংশ এই ভারতভূমির। সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য, শিল্প বা সমাজ সংস্কার - ভারতকে চিরকাল পথ প্রদর্শন করেছে এই বাংলা। শুধু কি ভারতবর্ষকেই ? না - পথ দেখিয়েছে প্রাচ্যকে, পাশ্চাত্যকে - পথের সন্ধান দিয়েছে সমগ্র বিশ্বকে। আজ ১২ই জানুয়ারি, আজ সেই মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস। তিনি যুগে যুগে অগণিত ভারতবাসী তথা বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছেন। তিনি বাংলা তথা ভারতবর্ষের গর্ব হয়ে চিরকাল বিরাজমান থাকবেন প্রতিটি ভারতীয়র হৃদয়ে। আজকের এই বিশেষ দিনে জেনে নিন এই মহান সন্ন্যাসীর ঐতিহাসিক জীবনকাহিনী।
আনন্দ পোর্ট্রেটস একটি এবিপি লাইভ পডকাস্টের অনুষ্ঠান, যা আপনাকে আপনার পরিচিত ব্যক্তিত্বদের সম্পর্কে বিভিন্ন অজানা গল্প জানাবে। এই অনুষ্ঠানে আপনাদের শোনানো হবে তাঁদের জীবন কাহিনীর সংগ্রাম ও তাঁদের সাফল্যের গল্প যারা কেবল নিজেরাই সফল নন, তাদের জীবনের গল্প হাজার হাজার মানুষকে অনুপ্রানিত করে একটি ভালো ও উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে।
Ananda Portraits, a podcast designed to tell you some unknown stories of the people you know very well. This show will tell you their struggles, their stories of success who not only have become successful but their life stories have inspired thousands to make a better world.