২২শে জুন ২০২২,অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩, যার সাথে বাঁধা রয়েছে 'অগ্নিবীর'।
Episode Description
দেশে একদিকে যেখানে সেনা যুবকদের প্রদর্শন তেজ হচ্ছে অন্যদিকে সরকার দ্বারা নতুন নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে যাতে যুবকদের অগ্নিপথ প্রকল্প বিষয়ে তারা তথ্যপ্রদান করতে পারে। এরই মধ্যে কথা কিছুটা এইরকম হচ্ছে যে যারা অগ্নিবীর হবে তাদের সকলকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এর দ্বারা বাঁধা থাকতে হবে।ট্যুর অফ ডিউটি এর অধীনে অগ্নিপথ প্রকল্পের আওতায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্প্রতি এই প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এনেছে TOD। তবে এই প্রকল্পের ঘোষণার পর থেকে বিক্ষোভের আঁচে জ্বলছে গোটা দেশ। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে দেশে বিরোধ প্রদর্শন দিন দিন বেড়েই চলেছে।
Host and Script by Sharmi Dhar
Produced by Rudrasish Kanjilal
আমাদের জীবনে প্রতিটি দিনেরই কিছু না কিছু তাৎপর্য থাকে। আনন্দ আপডেট এবিপি লাইভ পডকাস্টের একটি অনুষ্ঠান, যা আপনাকে প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং তার সম্পর্কে নানা জানা-অজানা তথ্য ও অন্তর্দৃষ্টি প্রদান করবে।
Every day holds some significance in our lives. Ananda Updates will give you an insight into the important events each day, and everything you should know about it.





















