Episode Description
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার রাজ্য-রাজনীতি! অভিযোগ,পাল্টা-অভিযোগ।১৩.০৯.২০২২,বাংলা সাক্ষী রইলো এক অবিশ্বাস্য দিনের। বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার রাজ্য-রাজনীতি।একদিকে জ্বলছে পুলিশ ভ্যান, অন্যদিকে লাঠিচার্জ বিজেপি সমর্থকদের ওপর, কোথাও বা বিজেপি বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছেন পুলিশকর্তারা। চলছে লাঠি, হচ্ছে ইট বৃষ্টি।মিছিল করে এদিন নবান্ন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা । এই নিয়েই মঙ্গলবার দিনভর চললো খণ্ডযুদ্ধ।মঙ্গলবার দিন শেষে ৬৬৫ জন আক্রান্ত সহ ১২৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাল বিজেপি শিবির । বিজেপির নবান্ন অভিযানে পুলিশি হামলার অভিযোগ, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করল হাই কোর্ট।