Election Commission: দেশের ৫ রাজ্যের ভোটে প্রায় ৩৪৪ কোটি টাকা খরচ BJP-র, ব্যয়ের হিসেব শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ!
পর্ব সম্পর্কিত
উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে গেরুয়া বাহিনীর মোট খরচ ৩৪৪ কোটিরও বেশি।হ্যাঁ, নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য থেকেই মিলেছে এই হিসেব ।চলতি বছরে পাঁচ রাজ্যের ভোটে বিজেপি সবচেয়ে বেশি— ২২১.৩২ কোটি টাকা খরচ করেছে উত্তরপ্রদেশে। গত বার এই খরচ ছিল ১৭৫.১০ কোটি টাকা, যা প্রায় ২৬ শতাংশ কম। তবে তুলনামূলক বিচারে রাজ্যওয়াড়ি ভোটের খরচ বিজেপি সবচেয়ে বেশি বাড়িয়েছে পঞ্জাব আর গোয়ায়। ২০১৭ সালে পঞ্জাবের ভোটে যেখানে তারা ৭.৪৩ কোটি টাকা খরচ করেছিল, সেখানে এ বারের ভোটে খরচ হয়েছে ৩৬.৭০ কোটি। অর্থাৎ প্রায় পাঁচ গুণ বেশি।
আমাদের জীবনে প্রতিটি দিনেরই কিছু না কিছু তাৎপর্য থাকে। আনন্দ আপডেট এবিপি লাইভ পডকাস্টের একটি অনুষ্ঠান, যা আপনাকে প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং তার সম্পর্কে নানা জানা-অজানা তথ্য ও অন্তর্দৃষ্টি প্রদান করবে।
Every day holds some significance in our lives. Ananda Updates will give you an insight into the important events each day, and everything you should know about it.