Daily Shironam ( 11 July ) : মেট্রোর উদ্বোধন বিতর্কে নতুন মোড়, লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, আরও খবর
Episode Description
গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা । প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হল পরিষেবা । সাড়ে ১২টা থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ মহিলার । প্লাটফর্মে ঢোকার আগে ইমারজেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যায় রেক। সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। দেহ উদ্ধারের পর ১টা ২০ নাগাদ চালু হয় ডাউন লাইনের মেট্রো চলাচল।
‘খুন হননি আনিস খান’, উপর থেকে পড়েই মৃত্যু। পরিবারের খুনের দাবি খারিজ সিটের চার্জশিটে। আমতা থানার তৎকালীন ওসি সহ ৫ জনের নামে গাফিতলির অভিযোগ। সিবিআইয়ের দাবিতেই অনড় আনিসের বাবা। ধামাচাপা দিয়েছে সিট, অভিযোগ বিরোধীদের। মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল।
মেট্রোর উদ্বোধন-বিতর্কে নতুন মোড়। শেষ মুহূর্তে আমন্ত্রণ জানালেও আমন্ত্রণপত্রে নাম নেই মুখ্যমন্ত্রী, মেয়রের। নিয়ম মতো নাম স্থানীয় সাংসদ, বিধায়কের, দাবি রেল সূত্রের। মেট্রোর আমন্ত্রণ পেলেও যাচ্ছেন না তৃণমূলের সাংসদ-বিধায়ক। তরজা জারি।
রাজ্যে এসে কালী-বিতর্কে আসরে স্মৃতি ইরানি। কেন বরখাস্ত নয় তৃণমূল সাংসদ? মালব্যর সুরেই প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। মূল্যবৃদ্ধি থেকে নজর ঘোরাতে ধর্ম দেখাচ্ছেন স্মৃতি, পাল্টা কুণাল।






















