ডেইলি শিরোনাম (30.12.21) : এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের : ABP Live Podcast
Episode Description
ওমিক্রন-উদ্বেগের মাঝেই দেশে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি। একলাফে ৪৩ শতাংশ বাড়ল আক্রান্তের সংখ্যা। কমল দৈনিক মৃত্যু।
এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের। দৈনিক ৩০-৩৫ হাজার সংক্রমণের আশঙ্কা। আরটি-পিসিআর টেস্ট দ্বিগুণ করার নির্দেশ।
৩১ ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিটে গাড়ি চলবে। করোনা বিধি মানতে সাধারণ মানুষকে সতর্ক করবে পুলিশ। থাকছে কড়া নিরাপত্তা বন্দোবস্তও।
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। দেখছেন টিভিও। চলছে স্টিম ও ভিটামিন থেরাপি। আমেরিকা থেকে ইউরোপ। বছর শেষে চোখ রাঙাচ্ছে করোনা। ব্রিটেনে দৈনিক সংক্রমণ দু লক্ষের কাছে। আমেরিকা ও ফ্রান্সেও বেলাগাম পরিস্থিতি।
নাগাল্যান্ড সরকারের দাবি খারিজ। আরও ৬ মাসের জন্য রাজ্যে আফস্পার মেয়াদ বৃদ্ধি। আজ থেকেই তা কার্যকরী হচ্ছে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে নাগাল্যান্ডকে উপদ্রুত এলাকা বলে ঘোষণা করে বিতর্কিত আফস্পার মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। বলা হয়েছে, নাগাল্যান্ডের পরিস্থিতি ভয়াবহ। তাই সাধারণ মানুষের স্বার্থে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা AFSPA-র মেয়াদ বাড়ানো জরুরি।






















