ডেইলি শিরোনাম (9 November) : বিধায়ক হিসেবে শপথ নিলেন উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থী, আরও খবর ABP Live Podcast
Episode Description
- বিধায়ক হিসেবে শপথ নিলেন উপনির্বাচনে জয়ী ৪ তৃণমূল প্রার্থী। শোভনদেব, উদয়ন, সুব্রত মণ্ডল, ব্রজকিশোর গোস্বামীকে শপথবাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ।
- সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ হবে না দেউচা-পাচামিতে। জমি দিলে উপযুক্ত ক্ষতিপূরণ, বাড়ি, একজনের কর্মসংস্থান। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় গরহাজির, নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। পুজোর সময় কেন অধিবেশন?
- পুরভোট নিয়ে আরও একধাপ এগোল কমিশন । রাজ্যের প্রস্তাবে কমিশনের সম্মতি। সম্মতিপত্র পাঠানো হল পুর ও নগরোন্নয়ন দফতরে ।
রাজ্যের প্রস্তাব মতই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট। ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে সম্মতি কমিশনের
-তেলে ভ্যাট কমানোর দাবিতে আজ ফের রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে বিজেপির বিক্ষোভ। মানিকতলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আজ বিধানসভায় বিজেপির এই আন্দোলনকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।






















