Daily Shironaam: রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এবার সুকান্ত মজুমদারকে তলব অমিত শাহর | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
রক্তক্ষয়ী সন্ত্রাস সত্ত্বেও পঞ্চায়েত ভোটে দ্বিগুণ আসন বিজেপির। সুকান্ত-শুভেনদুদের অভিনন্দন জানিয়ে ট্যুইটে দাবি অমিত শাহর। বাজালেন মোদির নেতৃত্বে ২৪-এর যুদ্ধের বিউগল।
রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এবার সুকান্ত মজুমদারকে তলব অমিত শাহর। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক। ভোট-হিংসা নিয়ে কথা, খবর সূত্রের।
ভোট-সন্ত্রাসে মৃত্যু ৫০ পার। ভোটের দিন বিষ্ণপুরে আক্রান্ত বিজেপি প্রার্থীর মৃত্যু। এনআরএসে প্রাণ গেল রঘুনাথগঞ্জে আক্রান্ত তৃণমূল কর্মীর। বিষ্ণুপুরেই শাসক- দ্বন্দ্বে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু মায়ের।
ভোটের পরেও বোমার বলি। মালদার কালিয়াচকে আম বাগানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু দুষ্কৃতীর। গুরুতর জখম আরও ২। ছড়িয়ে বোমা তৈরির সরঞ্জাম।
এবার বিজয় মিছিল ঘিরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে প্রাণহানি। বিষ্ণুপুরে আবির ছোড়া ঘিরে শাসকদলের ২ গোষ্ঠীর সংঘর্ষ। ছেলেকে বাঁচাতে গেলে ধাক্কা, মৃত্যু মায়ের। অভিযোগ পরিবারের।
কোচবিহারে আক্রান্তদের সঙ্গে দেখা করে মমতাকে আক্রমণ রবিশঙ্করের। হিংসার দায় শুভেন্দুর, পাল্টা কুণাল।
ভাঙড়ে নিহত দলীয় কর্মীদের বাড়িতে যেতে বাধা নৌশাদকে। ১৪৪ ধারা দেখাল পুলিশ। দফায় দফায় বচসা। প্রায় ৭ ঘণ্টা আটকে থাকার পর ফিরলেন আইএসএফ বিধায়ক।
গণনার সময় ব্যালট ছিনতাই হয়েছিল, হাইকোর্টে জানালেন জগাছার বিডিও। কী পদক্ষেপ কমিশনের, জানতে চাইল আদালত। গণনাকেন্দ্রের ফুটেজ জমার নির্দেশ।
সিপিএমের কোঅর্ডিনেশন কমিটির সদস্য প্রিসাইডিং অফিসারদের চক্রান্তেই রাস্তায় ব্যালট, , বিস্ফোরক দাবি জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়কের। সন্ত্রাস লুকোতে মিথ্যে দোষারোপ, পাল্টা সুজন।
ফলপ্রকাশের পরেও জারি সন্ত্রাস। আমতায় ২ বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন। পুড়ে ছাই ৬টি বাড়ি-দোকান। এটাই কি গণতন্ত্র, ট্যুইট শুভেন্দুর।
নিমতিতায় পরাজিত সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। দাঁতনে বিজেপির পোলিং এজেন্টকে মার। রামপুরহাটে পরাজিত তৃণমূল প্রার্থীর গোডাউনেও আগুন।
অযোগ্য ও মজা দেখা পুলিশের জন্যই এই পরিস্থিতি, ভোট-সন্ত্রাসের দায় এবার পুলিশের উপর চাপালেন তাপস রায়। মানুষের রক্ত দেখে মজা পাচ্ছে তৃণমূল, পাল্টা বিরোধীরা।
ভোটে জিতে দলবদল অব্যাহত। বিষ্ণুপুরের পর ওন্দা। তৃণমূলে যোগ দিলেন বিজেপির জয়ী প্রার্থী। রঘুনাথপুরেও সিপিএম ছেড়ে শাসকদলে যোগ।
ভোট হিংসায় মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে শূন্যে ৮ রাউন্ড গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। দায়ের ১১টি এফআইআর। হাইকোর্টে আইজি বিএসএফের হলফনামা।
নিয়োগ দুর্নীতির কিংপিন কে? নেপথ্যে কার মাথা? তদন্ত কি অনন্তকাল চলবে? ফের হাইকোর্টের প্রশ্নের মুখে ইডি। কারা চাকরি কিনেছেন, খুঁজে বের করুক সিবিআই। নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার।
প্যারিসে বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদি। রাফাল সহ একাধিক যুদ্ধবিমানের ফ্লাই-পাস্ট। প্যারেডে যোগ ভারতীয় তিন বাহিনীর।
লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু। শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান তিনের সফল উৎক্ষেপণ। অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত।
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর। জলের নীচে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। তিস্তায় জারি লাল সতর্কতা। যমুনার জলে বানভাসি দিল্লি।
অ্যান্ডি ফ্লাওয়ারের চুক্তির মেয়াদ শেষ। জাস্টিন ল্যাঙ্গারকে নতুন কোচ করল লখনউ সুপার জায়ান্টস।
মোহনবাগান ছেড়ে কেরল ব্লাস্টার্সে যোগ দিলেন প্রীতম কোটাল। সাহাল আব্দুল সামাদকে দলে নিল মোহনবাগান।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।