Daily Shironam : ডেইলি শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লিতে বৈঠকে বিজেপি বিরোধী দলগুলি
Episode Description
রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিল্লিতে বৈঠকে বিজেপি বিরোধী দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৈঠকে যোগ কংগ্রেস, এনসিপি, এসপি-র। বৈঠকে যোগ দিয়েছে সিপিএম, সিপিআইও। মমতার ডাকে সাড়া ওমর আবদুল্লা, মেহবুবা মুফতির।
মমতার ডাকা বিরোধী বৈঠকে যোগ দিল না পাঁচটি অ-বিজেপি দল। যোগ দিল না টিআরএস ও বিজেডি। দিল্লির বৈঠকে নেই অরবিন্দ কেজরিওয়ালের আপ।
ন্যাশনাল হেরাল্ড মামলায় লাগাতার রাহুল গান্ধীকে জেরা। পরপর ৩দিন জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরের। নথি দেখিয়ে দুই ডজন প্রশ্ন রাহুল গান্ধীকে। এর প্রতিবাদে আগামীকাল দেশের সব রাজভবন অভিযানের ডাক কংগ্রেসের। রাহুলকে হেনস্থার অভিযোগে ইডি দফতর অভিযানের চেষ্টায় ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে কংগ্রেস দফতরে তাণ্ডবের অভিযোগ।






















