Daily Shironaam: জমিদারের মতো আচরণ বলে বোসকে আক্রমণে অভিষেক | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
১.তৃণমূলের অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল। পালিয়ে যাওয়ার অভিযোগে আক্রমণে অভিষেক। দেখা না পাওয়া পর্যন্ত ধর্না চালানোর হুঙ্কার।
২.উত্তরবঙ্গে রাজ্যপাল, মিছিল করে গিয়েও দেখা পেল না তৃণমূল। স্মারকলিপি দেওয়া হল সচিবকে। জমিদারের মতো আচরণ বলে বোসকে আক্রমণে অভিষেক।
৩. অক্টোবরের মধ্যে ইডি-কে নথি দিতেই হবে অভিষেককে। সন্তুষ্ট না হলে সমন করুন। ১২, ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুন, পুজোর মধ্যে তলব নয়। নির্দেশ হাইকোর্টের।
৪. নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডিকে ভর্ৎসনা হাইকোর্টের। ১৯ মাস ধরে কিছুই করেননি। ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করুন। মৌখিক ভাবে সময় বাঁধল আদালত।
৫। নিয়োগ দুর্নীতি মামলা বটানিক্যাল গার্ডেনের বটগাছের মতো। হাইকোর্টে সওয়াল ইডির। আইন অনুযায়ী পদক্ষেপ করুন, তাড়াহুড়ো করবেন না, পরামর্শ বিচারপতির।
৬। অধ্যাপক পদেও অযোগ্যদের নিয়োগ মানিকের। যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ ও এক অধ্যাপককে অপসারণের নির্দেশ হাইকোর্টের। আইনজীবীকে স্পেশাল অফিসার নিয়োগ।
৭। সকাল থেকে সন্ধে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে লাগাতার তল্লাশি ইডি-র। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
৮। খাদ্যমন্ত্রীর বাড়ি ছাড়াও ১৪ ঠিকানায় ইডি। কামারহাটি, বরানগর পুরপ্রধানের বাড়িতে তল্লাশি, দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যানের বাড়িতেও হানা, নজরে কাউন্সিলর থেকে আইএএস।
৯। অয়ন শীলের সংস্থায় তল্লাশিতে মেলা তথ্যের ভিত্তিতেই হানা, দাবি ইডি সূত্রের। তৃণমূল নেতাদের সম্মানহানির চেষ্টা, অভিযোগ শান্তনুর। তদন্ত দ্রুত শেষ হোক, পাল্টা বিজেপি।
১০। দুর্নীতির তদন্তের দ্রুত নিষ্পত্তির দাবিতে সিজিও কমপ্লেক্সে অভিযান সিপিএমের। তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ। ক্রেডিট নেওয়ার চেষ্টা, কটাক্ষ বিজেপির।
১১। অভিষেকের নেতৃত্বে তৃণমূলের রাজভবন-অভিযানের দিন উত্তরবঙ্গে বোস। পালিয়েছেন রাজ্যপাল, কটাক্ষ তৃণমূলের। মানুষের দুর্দশা দেখে থাকতে পারিনি, প্রতিক্রিয়া আনন্দ বোসের।
১২। কলকাতায় ফিরে সময় দিন। অপেক্ষায় আছি। রাজভবনে ফের চিঠি তৃণমূলের। উত্তরবঙ্গে এসে দেখা করতে বলেছিলেন বোস। জমিদারি সংস্কৃতি বিরুদ্ধেই লড়াই, খোঁচা ডেরেকের।
১৩। বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজ্যপাল। জলপাইগুড়িতে দুর্গতদের সঙ্গে কথা। হাজার টাকা করে সাহায্য ঘোষণা। শুনলেন ১০০ দিনে বঞ্চনার অভিযোগ। ফেরার পথে রাজ্যপালকে কালো পতাকা তৃণমূলের।
১৪। মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলের ছায়া সিকিমে। ৪ জওয়ান সহ ১৮ জনের মৃত্যু। নিখোঁজ শতাধিক। তিস্তার গ্রাসে জাতীয় সড়ক। আটকে বাংলার বহু পর্যটক। নবান্নে চালু হেল্পলাইন।
১৫। সিকিম বিপর্যয়ের ধাক্কা বাংলার পাহাড়ে। ময়নাগুড়ি, গজলডোবা, মেখলিগঞ্জে আরও ১২ দেহ উদ্ধার। তিস্তা বাজার ও মেল্লিতে ধসে গেল জাতীয় সড়ক। শ্বেতিঝোরায় তিস্তা গর্ভে রাস্তা।
১৬। নিম্নচাপের প্রত্যাবর্তনে পুজোর আগে দুর্যোগ বাংলায়। ডিভিসি-র জলে প্লাবিত হাওড়া-হুগলির বিস্তীর্ণ এলাকা। খানাকুলে ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।
বিক্ষোভে শাসক-সাংসদ
১৭। নজর এড়িয়ে একেবারে ১৩ তলায়! হুনুমানের কীর্তিতে নবান্নে তোলপাড়। ৭তলা থেকে রেলিং বেয়ে ১৩ তলায় উঠে পড়ায় হইচই। কিছুক্ষণের মধ্যেই পগারপার!
১৮ । হাংঝাউ যেন 'এল ডোরাডো'। ভারতের ঘরে এল ২১টি সোনা। স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা দীপিকা পল্লিকল-হরিন্দর পাল সান্ধুর। তিরন্দাজিতে সোনা মহিলা দলের।
১৯। সিবিএফসি-র বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। সোশাল মিডিয়ায় সরব তামিল অভিনেতা বিশাল। তদন্ত শুরু করল সিবিআই।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।