ডেইলি শিরোনাম: Daily Shironam: হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 12 April, 2022
Episode Description
হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। কোর্টের নজরদারিতে তদন্ত। ২ মের মধ্যে পেশ করতে হবে রিপোর্ট।
বার্নিং ঘাটে দাহ, ডেথ সার্টিফিকেট নেই! তথ্য-প্রমাণ লোপাট করা হয়েছে, এমন সন্দেহের তৈরি হয়। সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে মন্তব্য হাইকোর্টের।
অভিযুক্ত শাসকদলের প্রভাবশালী নেতার ছেলে, চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত। হাঁসখালিকাণ্ডে মন্তব্য হাইকোর্টের। কেস ডায়েরির তথ্য নিয়ে প্রশ্ন।
রাজ্য সরকারের সুপারিশ খারিজ। মাটিয়া-সহ ৪টি ধর্ষণ-তদন্তের নজরদারিতে দময়ন্তী সেনেই আস্থা হাইকোর্টের। ২০ এপ্রিল শুনানি।
হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার অভিযোগ রাজ্যপালের। বেআইনি মনোভাব বলে মন্তব্য। কাল মুখ্যসচিবকে তলব।






















