Daily Shironaam: ভোটের বাকি ১২ দিন। এখনও চলছে কেন্দ্র-কমিশন পত্রযুদ্ধ
পর্ব সম্পর্কিত
ভোটের বাকি ১২ দিন। এখনও চলছে কেন্দ্র-কমিশন পত্রযুদ্ধ। ৩১৫ কোম্পানি কোথায় ব্যবহার, জানতে চেয়ে চিঠি কেন্দ্রের। বাকি বাহিনী কোথায়, পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের।
দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে। ভেঙে দেব, হুঙ্কার মমতার।
ঘোঁট ও ঘোটালা আপনি করেন, মমতাকে পাল্টা অধীর। বিজেপির সঙ্গে কার বোঝাপড়া, মানুষ জানে, মন্তব্য শমীকের। মানুষ পাশে নেই তৃণমূলের, প্রতিক্রিয়া রাহুলের।
কোচবিহারে প্রচারে গিয়ে নিশীথকে আক্রমণ মমতার। নিশানা করলেন বিএসএফকেও।
কাউকে চুরি করতে দেব না। পঞ্চায়েতকে এবার আলাদা গুরুত্ব দিচ্ছি, কাউকে দুঃখ দিলে ক্ষমা চাইছি, কোচবিহারে বললেন মমতা। ১০ বছর ধরে চুরি করেছেন, পাল্টা শুভেন্দু।
ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস। নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত বিজেপি বিধায়কে পরিবার। তৃণমূলের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ। অস্বীকার শাসকদলের।
দলীয় পতাকা লাগিয়ে চোখ হারালেন বিজেপি কর্মী। পটাশপুরে রড দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত শাসকদল। অস্বীকার তৃণমূলের।