ডেইলি শিরোনাম: ২০১৪-র প্রাথমিক টেট মামলাতেও এবার সিবিআই তদন্ত, মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিল পাস
Episode Description
২০১৪-র প্রাথমিক টেট মামলাতেও এবার সিবিআই তদন্ত। ২০১৭-র তালিকা বেআইনি। ২৬৯জনকে চাকরি থেকে বরখাস্ত, বেতন বন্ধের নির্দেশ। ডেডলাইনের আগেই টেট-দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে হাজির পর্ষদ সভাপতি-সচিব। সিবিআইকে এফআইআর দায়ের করতে বলল হাইকোর্ট। রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিল পাস। পক্ষে ভোট ১৮২, বিপক্ষে ৪০। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা। মুখ্যমন্ত্রী কেন আচার্য? প্রতিবাদে বিক্ষোভ। রাজনীতিকরণের চেষ্টা, আশঙ্কা বিরোধীদের। বিশ্বভারতীর উদাহরণ টেনে পাল্টা সওয়াল শিক্ষামন্ত্রীর। ফেল করেও পাস করানোর দাবিতে ছড়াচ্ছে বিক্ষোভ! সল্টলেকে তুলকালাম। সবাই পাস করবে এমন নয়, জানিয়ে দিলেন সংসদ চেয়ারম্যান। দেড়মাস পরও সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি। ২৬ জুন পর্যন্ত ছুটি। দিল্লি বোর্ডের কাছেও রাজ্যের অনুরোধ। পড়াশোনা নিয়ে শিক্ষামহলে আশঙ্কা। মন্তব্য বিতর্কে ফের উত্তপ্ত নদিয়ার বেথুয়াডহরি। রেল লাইনের ধারে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস। ট্রেন চলাচল বন্ধ। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে আদালতে সিবিআইয়ের প্রথম চার্জশিট।দীপক, নরেন কান্দু-সহ চার্জশিটে ৫জনের নাম। মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় রাজ্য সরকারের স্বস্তি। হস্তক্ষেপ করল না হাইকোর্ট। সিবিআই চেয়ে অধীরের করা মামলা খারিজ। ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ। কিছুটা হাঁটার পরে গাড়িতে চেপে ইডি দফতরে রাহুল। ২ দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ।






















