Daily Shironaam: সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের। বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। কোনও আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। জানিয়ে দিল সর্বোচ্চ আদালত।
সংসদে তাণ্ডবে বং-কানেকশন আরও জোরালো। বড়বাজারের পর বাগুইআটিতেও ললিতের আস্তানার হদিশ। হাতিয়ারার বাড়িতে ভাড়া থেকে রবীন্দ্র সরণিতে শিক্ষকতা।
পরিবারকে নিয়ে বাগুইআটির বাড়িতে ৩ বছর ধরে ভাড়া ছিলেন ললিত। সংসদে তাণ্ডবের ৩ দিন আগে বাড়িতে তালা ঝুলিয়ে আচমকা উধাও।
সংসদে তাণ্ডবে ধৃত ললিত ঝাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। স্মোক-ক্যান হামলার পর, রাজস্থানে গিয়ে প্রমাণ লোপাটে, পুড়িয়ে দেওয়া হয় সহযোগীদের মোবাইল। মহেশ নামে আরেক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ।
স্মোক-ক্যান কাণ্ডে আজও উত্তাল সংসদ। মোদি-শাহের বিবৃতি দাবি বিরোধীদের। দিনের মতো মুলতুবি লোকসভা-রাজ্যসভা। সাসপেনশনের প্রতিবাদে গাঁধী মূর্তির সামনে ধর্না বিরোধীদের।
সংসদে নিরাপত্তায় গলদ, মানলেন শাহ। গাফিলতি হয়েছে। কিন্তু রাজনীতি করছে বিরোধীরা। বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শাহের পদত্যাগ দাবি তৃণমূলের।
লোকসভার সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া মৈত্রের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি ৩ জানুয়ারি।
পথ দুর্ঘটনা ঘিরে ভাতারে তুলকালাম। বাসের ধাক্কা বাইক আরোহীর মৃত্যু। প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর।
রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির। কলকাতা থেকে জেলা, ভুরি ভুরি অভিযোগ। বিস্তারিত তদন্ত প্রয়োজন। চাইলে তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা। জানাল এজেন্সি। খবর সূত্রের।
বালুর কেবিনের ভিতরে থাকবে না সিসি ক্যামেরা। বাইরে থাকলে ফুটেজ দিতে হবে ইডিকে। মোতায়েন থাকবে সিআরপিএফ। কারা দেখতে এলেন, লিখে রাখতে হবে রেজিস্টারে। নির্দেশ হাইকোর্টের।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখাল টিএমসিপি। দূর হঠো স্লোগান। স্থায়ী উপাচার্য নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভে এসএফআই-ও।
প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল। বয়স হয়েছিল ৭৮ বছর। উত্তরপাড়ার প্রাক্তন বিধায়কের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ড্য। রোহিত শর্মার পরিবর্তে মুম্বইয় শিবিরের দায়িত্ব পেলেন তিনি।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, এক্স ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।