Daily Shironaam: মণিপুরকাণ্ডে মোদির বিবৃতির দাবিতে অনড় ইন্ডিয়া | দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি নির্যাতিতার
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
এবার একাদশ-দ্বাদশেও বেআব্রু শিক্ষক নিয়োগ দুর্নীতি। নম্বরে দেদার কারচুপির পর্দাফাঁস। সুপ্রিম কোর্টের নির্দেশে ৯০৭ জনের তালিকা প্রকাশ এসএসসি-র।
বিবস্ত্র করে মারধরের পর বিনা দোষে গ্রেফতার। দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি নির্যাতিতার।
নির্যাতিতা নাবালিকার মৃত্যুতেও রেহাই নেই পরিবারের! কোচবিহার হাসপাতালেই সদ্য কন্যাহার বাবাকে নিয়েই তৃণমূল-বিজেপির নির্লজ্জ টানাটানি! ছাত্র ধর্মঘটের ডাক বাম ছাত্র-যুবদের।
নারী নির্যাতন নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজের পর আজ পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে মুলতুবি প্রস্তাব আনছে বিজেপি। মণিপুর নিয়ে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের। থাকবেন মুখ্যমন্ত্রী।
মণিপুরকাণ্ডে মোদির বিবৃতির দাবিতে অনড় ইন্ডিয়া।
সংসদ চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ। ভবিষ্যতে কালো কাপড় পরেই ঘুরতে হবে, কটাক্ষ প্রহ্লাদ জোশির।
নিজের গড়েই নিরাপত্তাহীনতায় আরাবুল পুত্র সশস্ত্র নিরাপত্তা পেলেন হাকিমুল। ভাঙড়কে শান্ত করতে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর বিরুদ্ধে কালই চার্জশিট দেবে ইডি। থাকবে সম্পত্তির হিসেব। অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিনের আর্জি সুজয়কৃষ্ণর।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।