ডেইলি শিরোনাম : লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি, গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে জোড়া খুন: Daily Shironam (18.10.21)
Episode Description
এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুনুন এবিপি লাইভ ডেইলি শিরোনাম।
আকাশ জুড়ে মেঘ করেছে। লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির ভ্রুকুটি। আজ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গে। পূবালি হাওয়ার দাপটে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে জোড়া খুন। তিনতলা বাড়ি থেকে উদ্ধার কর্পোরেট কর্তা ও তাঁর গাড়ি চালকের মৃতদেহ। ঘাড়, কবজি, পায়ে ছুরির গভীর ক্ষত। অভিজাত এলাকায় দেড় কোটি টাকারও বেশি দামের বাড়ি। সূত্রের খবর, প্রায় একবছর ধরে সম্পত্তি বিক্রির কথা চলছিল, কথা বলতে এসেছিলেন কেউ। তারপর থেকেই ফোন বন্ধ ছিল নিহত সুবীর চাকীর। ঘটনার তদন্তে লালবাজারের হোমিসাইড শাখাও।






















