Daily Shironam ( 23.04.22) কলকাতার রাস্তায় বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার : ABP Live Podcast
পর্ব সম্পর্কিত
Good Afternoon বন্ধুরা । আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম।
কলকাতার রাস্তায় বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার। হরিদেবপুর ৪১ পল্লি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অটো থেকে ১৯টি বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি, এলাকায় চাঞ্চল্য।
দাঁড়িয়ে থাকা অটো দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেন পুলিশকে। বোমা-আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে? তদন্তে হরিদেবপুর থানার পুলিশের।
রাতের শহরে জোড়া দুর্ঘটনা। ইকো পার্কের কাছে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাইকেল আরোহীর। লরি চালক পলাতক। রাত সোয়া ১২টা নাগাদ সল্টলেকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। আহত চালক।
দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে উত্তাল বিশ্বভারতী। গেটের তালা ভেঙে উপাচার্যর বাড়িতে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। নিরাপত্তা চেয়ে রাজ্যপালকে বার্তা পাঠালেন উপাচার্য। এরপরেই নিরাপত্তা বাড়ানো হল উপাচার্যের বাড়ির সামনে। আটক কয়েকজন।
শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে আচমকা একটি ট্রেন বাতিল হওয়ায় রেল অবরোধ। বেতবেড়িয়া স্টেশনের কাছে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ক্ষুব্ধ যাত্রীরা। ক্যানিং শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা।
ফের প্রয়াগরাজে নৃশংস খুন। একই পরিবারের ৫ জনকে পাথর ছুড়ে খুনের অভিযোগ। থরভই থানা এলাকার খেবরাজপুর গ্রামের এই ঘটনায় মৃতদের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর। কী কারণে খুন? তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
দেশে ফের বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সামান্য কমল একদিনে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন।
দিল্লির হিংসা বিধ্বস্ত জাহাঙ্গিরপুরীতে ঢুকতেই পারল না তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পুলিশি বাধার অভিযোগ। নির্দিষ্ট পথে যায়নি বলেই বাধা, দাবি দিল্লি পুলিশের। রাজ্যে হিংসা বন্ধ করতে পারেন না। নাটক করতে ওখানে গেছেন। আসলে ছবি তুলতে গিয়েছিলেন। ওঁরা এটাই চান।
ফের দিল্লিতে একমঞ্চে মোদি-মমতা। ৩০ এপ্রিল বৈঠক। পড়ে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির পথ খোঁজার চেষ্টা। ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন মমতা।
আরও বিস্তারিত জানতে নজর রাখুন এবিপি আনন্দ চ্যানেলে। ফলো করুন আমাদের ফেসবুক, ট্যুইটারে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।