ডেইলি শিরোনাম । Daily Shironam : ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত ৩৬ : ABP Live Podcast 14 January, 2022
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত ৩৬। ওয়াপ ফোর পুরনো ইঞ্জিন থেকে খসে পড়ে ট্র্যাকশন মোটর। পথ আটকে যায় ট্রেনের। তাতেই বিপত্তি, মত বিশেষজ্ঞদের একাংশের। কীভাবে বেলাইন বিকানের এক্সপ্রেস? রেলমন্ত্রী ও দুই চালকের মধ্যেই ভিন্নমত।
রাজ্যে বেলাগাম করোনা। হাইকোর্টের নির্দেশের পরেই কাল বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত তৃণমূলের।
ভোর না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার। সমুদ্র সৈকতে পুণ্যার্থীর ভিড়। চলছে পুণ্যস্নান। মুখে নেই মাস্ক। সর্বত্রই বিধিভঙ্গের ছবি। দর্শক পুলিশ।
অভিষেকের ডায়মন্ড মডেলে তৃণমূলের অন্দরেই সংঘাত। এবার অপরূপার নিশানায় কল্যাণ।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















