Daily Shironam : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সুস্পষ্ট নিন্মচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও দিনভর দুর্যোগের আশঙ্কা, সঙ্গে আরও খবর : ABP Live Podcast 29 September
Episode Description
আপনারা শুনছেন এবিপি লাইভ পডকাস্ট।
রাতভর বৃষ্টিতে শহরের কিছু অংশে জমেছে জল। সকাল, সন্ধ্যায় বন্ধ থাকবে লকগেট। গঙ্গার জলস্তর বেড়ে হবে ১৪ ফুট। বৃষ্টি বাড়লে জল-যন্ত্রণা বাড়ার আশঙ্কা।
লাগাতার বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে চন্দ্রকোণায় মৃত ১। হাওড়ার ২৫টি ওয়ার্ড জলমগ্ন। খড়গপুরে জলের তলায় রেললাইন। ডুবেছে চুঁচুড়া, ব্যান্ডেলের আন্ডারপাস।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সুস্পষ্ট নিন্মচাপ। ক্রমশ সরছে পশ্চিমে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও দিনভর দুর্যোগের আশঙ্কা। বৃষ্টি বাড়বে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে।
রাত পোহালেই রাজ্যের ৩ কেন্দ্রে ভোট। দেশের নজর ভবানীপুরে। বুথের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী, বাইরে পুলিশ। বৃষ্টির কথা ভেবে রাখা হয়েছে রেনকোট।
জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।






















