এক্সপ্লোর
ডেইলি শিরোনাম
ABP Live, Daily Shironam & ABP Podcast
ডেইলি শিরোনাম: Daily Shironam: ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম, 2 April, 2022
Episode Description
ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। ১২ দিনে সাড়ে সাত টাকার বেশি বেড়ে পেট্রোল ছাড়াল ১১২-র গণ্ডি। সোয়া সাত টাকা বেড়ে ডিজেল ছাড়াল ৯৭ টাকা। জ্বালানির দাম বাড়ার সরাসরি প্রভাব বাজারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় সঙ্কটে মধ্যবিত্ত।
তেলের দাম বাড়ায় কলকাতায় বেসরকারি বাস চলছে স্বাভাবিকের তুলনায় এক-তৃতীয়াংশর কম।বেশ কিছু রুটে চার্ট না মেনে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া, অভিযোগ যাত্রীদের।
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব অ্যাপ ক্যাবে। আজ থেকে ১২ শতাংশ ভাড়া বাড়াল উবর। বর্ধিত ভাড়া যাবে চালকদের কমিশনে, চালানো হবে এসি, আশ্বাস উবর কর্তৃপক্ষের।
আরও দেখুন
Advertisement






















