Daily Shironaam: নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। নির্দেশের পরেও মানিক ভট্টাচার্যকে কেন জেরা করেননি? আমার তো মনে হয় যোগসাজস আছে। মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
মানিক ভট্টাচার্য তো রাজপুত্র। বক্তব্য থেকেই বোঝা যায় একা হাতে দুর্নীতিতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আমরা মাটিতে, কেউ গজদন্তমিনারে, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
নিয়োগ দুর্নীতির চার্জশিটে এসএসসি-র আরও ২ আধিকারিকের নাম, কেন ছেড়ে রেখেছেন? সিবিআইকে প্রশ্ন আদালতের। যাদের নির্দেশে কাজ করত তাঁদের খুঁজছি, দাবি তদন্তকারীদের।
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের তালিকায় আরও বিধায়ক, কাউন্সিলর! এত সব মহাপুরুষ। কবে জেরা করবেন, লোকসভা ভোটের পর? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
এবিপি আনন্দের খবরের জের, ১০০ টাকার অতিথি অধ্যাপকের বিজ্ঞপ্তি বাতিল তপনের নাথানিয়াল মুর্মু কলেজের। রাজ্যজুড়ে সমালোচনার জেরে প্রত্যাহার।
মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সহকারী স্কুল ইনস্পেক্টর। হাইকোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ সিআইডির। শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি।
ইন্ডিয়া জোটে থেকেও নেই সমন্বয় কমিটিতে। সিদ্ধান্ত সিপিএমের পলিটব্যুরোয়। বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন সব দলকে স্বাগত, সিপিএম কী করবে তাদের ব্যাপার, প্রতিক্রিয়া অভিষেকের।
সংসদের বিশেষ অধিবেশনে মোদির মুখে নেহরু, শাস্ত্রী, ইন্দিরা থেকে মনমোহন। উল্লেখ নেই রাজীবের। তথ্যপ্রযুক্তি বিপ্লবের কথা বলে মনে করালেন অধীর।
রাজ্যে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ল ৩ হাজার ৩৫৮ জন।সর্বাধিক ডেঙ্গি সংক্রমণ উত্তর ২৪ পরগনায়। দুয়ে নদিয়া, তিনে কলকাতা। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে চাঞ্চল্যকর তথ্য।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















