Daily Shironaam: মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, সংসদে ফিরেই মোদিকে তীব্র আক্রমণ রাহুলের
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
সংসদে ফিরেই মণিপুর ইস্যুতে মোদিকে তীব্র আক্রমণ রাহুলের। ভারত মাতার হত্যার কথা বলে দেশকে অপমান করেছেন রাহুল। কারা গদ্দার প্রমাণিত, পাল্টা আক্রমণ স্মৃতি ইরানির।
দুর্নীতি, পরিবারতন্ত্র, তোষণ কুইট ইন্ডিয়া। ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে বিরোধী জোটকে নিশানা মোদির। রাহুলকে এত ভয় কীসের, পাল্টা অধীর।
'ভারত ছাড়ো' আন্দোলনের বর্ষপূর্তিতে বিজেপিকে দিল্লি ছাড়া করার হুঙ্কার মমতার। নিজের রাজ্যের দিকে তাকান, পাল্টা বিজেপি।
বাংলার সিপিএম-কংগ্রেসকে এবার বিজেপির দোসর বলে বিজেন্ডিয়া কটাক্ষ মমতার।
পঞ্চায়েতের বোর্ড গঠনেও জেলায় জেলায় সন্ত্রাস। ভাঙড়ে ফের বোমাবাজি। জলপাইগুড়িতে ধুন্ধুমার। মগরাহাটে বিজেপির জয়ী প্রার্থীদের মার। জলঙ্গিতে শাসকের দ্বন্দ্ব।
বোর্ড গঠনেও অশান্তি। বাসন্তীতে আক্রান্ত তৃণমূল নেতা। চাঁচলে শাসকের কোন্দল। আরামবাগেও তুলকালাম। কালিয়াগঞ্জে পঞ্চায়েত অফিস ভাঙচুর। কুলপিতে স্কুলের সামনে বোমাবাজি।
কাল বোর্ড গঠন। প্রাণের ভয়ে হাইকোর্টের দ্বারস্থ। এবার নদিয়ার ৭০ জন জয়ী বিরোধী প্রার্থীকে নিরাপত্তা দিতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।
ফের দল বদলে জোড়া পঞ্চায়েত দখল শাসকের। বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগ সিপিএমের ৩ জয়ী প্রার্থীর। ভয় দেখিয়ে দল বদলের অভিযোগ বিরোধীদের। অস্বীকার শাসকের।
লোকসভা থেকে বেরোনর সময় রাহুল গাঁধীর বিরুদ্ধে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ। মহিলা সাংসদদের অপমান করেছেন। অভিযোগ স্মৃতির। রাহুলের বিরুদ্ধে স্পিকারকে নালিশ ২২ মহিলার সাংসদের।
উপাচার্য নিয়োগ ইস্যুতে এবার রাজ্যপালকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর।
ভোট এলেই ডিএ বাড়ায় কেন্দ্র। রাজ্যের বকেয়া না দিয়ে কিছু মুষ্টিমেয় কয়েকজনকে সন্তুষ্ট করে নিচুতলার মানুষের শোষণ চলছে, মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
ভোটের জন্য আদিবাসীদের সর্বনাশ করেছেন মুখ্যমন্ত্রী। তীব্র আক্রমণ শুভেন্দুর। বাংলায় আরও একটা হুল আন্দোলনের ডাক।
কীভাবে চাকরি? নিয়োগ-দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের মুখোমুখি বাঁকুড়ার ৭ শিক্ষক। ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। দুর্নীতির সঙ্গে যোগ নেই, দাবি শিক্ষকদের।
ভুয়ো নিয়োগে একাধিক মাথা। সিন্ডিকেট-চক্র চলছে। কিছুই করতে পারছে না সিআইডি। ক্ষোভপ্রকাশ হাইকোর্টের। কাল ডিআইজি সিআইডিকে সশরীরের হাজিরার নির্দেশ।
কালীঘাটের কাকুর অস্ত্রোপচার প্রয়োজন, জানাল জোকা ইএসআই। 'বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আপত্তি নেই, বলল ইডি। কেন্দ্রীয় বাহিনীকেও নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের।
পুরোপুরি সংক্রমণমুক্ত। ১২দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সব রিপোর্ট সন্তোষজনক। হোম কেয়ারে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ওপর রেলের রিজার্ভেশন কাউন্টারে আগুন। দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে। হতাহতের খবর নেই। মেট্রো পরিষেবা স্বাভাবিক।
শহরে বাড়ি ভেঙে বিপত্তি। লেক গার্ডেন্সে গাড়ির উপর ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ি চালক।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, ট্যুইটার ও টেলিগ্রাম হ্যান্ডল এবং এবিপি আনন্দের পর্দায়।