২০১৩-র চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট | পঞ্চায়েত ভোটেও এবার সিবিআই তদন্ত!
পর্ব সম্পর্কিত
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
২০১৩-র চেয়েও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট। ২৪ ঘণ্টার মধ্যে সব জেলার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে। শুভেনদুর মামলায় নির্দেশ হাইকোর্টের।
বেলাগাম সন্ত্রাস। নির্দেশ কার্যকর করতে না পারলে পদ ছেড়ে দিন। নতুন নিয়োগ করবেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারকে চূড়ান্ত ভর্ৎসনা হাইকোর্টের প্রধান বিচারপতির।
এত রক্তপাত, হিংসা হলে ভোট বন্ধ করে দেওয়া উচিত। এটা রাজ্যের জন্য লজ্জার। পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার।
পঞ্চায়েত ভোটেও এবার সিবিআই তদন্ত! বেনজির নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। উলুবেড়িয়ায় ২ প্রার্থীর মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ বিডিওর বিরুদ্ধে।
বড়ঞাকাণ্ডে কংগ্রেসের জয়। সিআরপিএফের নিরাপত্তায় কংগ্রেস প্রার্থীদের ফর্ম জমা নিতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের। আদালতের রায়ের পর ধর্না তুললেন অধীর।
পঞ্চায়েত ভোটের আগেই সন্ত্রাসের বলি আরও ১। চোপড়ায় মনোনয়ন-সন্ত্রাসে গুলিবিদ্ধ সিপিএম কর্মীর মৃত্যু। ১৩ দিনে প্রাণ গেল ৮ জনের।
ভোটের আগে দেগঙ্গায় ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। মুড়িমুড়কির মতো পড়ল বোমা। গুলি চলারও অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ।
ভাঙড়ে ভোটের আগেই শাসকের শাসন।একের পর এক বিরোধী প্রার্থীর মনোনয়ন বাতিল। পঞ্চায়েত সমিতির ৩০টির মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। আদালতে যাচ্ছে আইএসএফ।
২০১৮-র পুনরাবৃত্তি ২০২৩-এও। সন্দেশখালিতে ১৬টির মধ্যে ১২টিতেই বিনাযুদ্ধে জয়ী তৃণমূল। মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়।
এই রাজনীতি আমার জন্য নয়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ফেসবুক পোস্ট বলাগড়ের বিধায়কের। দলীয় পদ ছাড়ার ঘোষণা। বিধায়ক পদ ছাড়ারও ভাবনা মনোরঞ্জন ব্যাপারীর।
এবার নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা পুলিশের। তৃণমূল কর্মী রাজু নস্করকে খুনের অভিযোগ। তৃণমূলের প্রতিহিংসা, ভয় পাই না, পাল্টা আইএসএফ বিধায়ক।
১৫ জুনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে ফের তলব। শুক্রবার নথি নিয়ে হাজিরার নির্দেশ।
কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে ইডির তলব এড়ালেন মলয়। পঞ্চায়েত ভোটে ব্যস্ত থাকায় যাওয়া সম্ভব নয়, জানালেন আইনমন্ত্রী। আদালতে জানানোর ভাবনা ইডির।
টাইটানিকের ধ্বংসাবশেষ দর্শনে গিয়ে অতলান্তিকের অতলে পর্যটক বোঝাই সাবমেরিন। ৩ দিন পরেও মিলল না খোঁজ। তল্লাশিতে নেমেছে কানাডার বায়ুসেনাও।
বাকি সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এবিপি আনন্দের ইউটিউব, ফেসবুক, ট্যুইটার, কু ও ওয়েবসাইটে