Daily Shironaam: 'আগামী ৫ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে', বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের | ABP Ananda LIVE
Episode Description
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
১। তৃণমূলের টিকিটে স্ত্রী হেরে যাওয়ায় মালদার বামনগোলায় বিজেপি কর্মীকে খুনে অভিযুক্ত ছেলে। মৃতের নাম বুড়ন মুর্মু। আজ সকালে বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মৃতদেহ উদ্ধারে গেলে ঝাঁটা নিয়ে পুলিশকে ঘিরে ঘণ্টাচারেক বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃত বিজেপি কর্মীর ছেলে বেপাত্তা। পুত্রবধূকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বামনগোলা থানার আইসি-র সামনে হাতজোড় করে পায়ে পড়ার চেষ্টা করেন জেলা পরিষদের পরাজিত বিজেপি প্রার্থী বীণা সরকার কীর্তনিয়া। মৃত বিজেপি কর্মীর পুত্রবধূ এবার পঞ্চায়েতে ভোটে মদনাবতী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে লড়ে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, তারপর থেকেই বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছিল তৃণমূলের লোকজন। তার জেরেই খুন বলে অভিযোগ। হুমকির অভিযোগ পেয়েও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি স্থানীয়দের। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার তৃণমূলের। 'পুত্রবধূ তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে হেরে যাওয়ার পর থেকেই বুড়নকে হুমকি', তৃণমূলের মদতে বাবাকে খুন করেছে ছেলে, অভিযোগ বিজেপি সাংসদ খগেন মুর্মুর।
২। 'আগামী ৫ মাসের মধ্যে রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে','বাংলায় শাসকদল যে ভাবে পঞ্চায়েত ভোট করিয়েছে, তাতে গণতন্ত্র চলতে পারে না','তৃণমূল সন্ত্রাস না করলে বিজেপি ১০ গুণ ভোট পেত','এরা ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী','কিন্তু এরা চিরস্থায়ী নয়, আগামী ৫ মাসেই এদের মেয়াদ শেষ হয়ে যাবে',বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।
৩। মহারাষ্ট্রের ঘোড়া কেনাবেচার ছক কি এবার বাংলাতেও? তৃণমূল সরকার ফেলতে কি ঘোড়া কেনাবেচার ছক? ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের। বাংলার সরকার যে কোনও সময় পড়ে যেতে পারে। শান্তনু ঠাকুরের থেকেও এক কদম এগিয়ে দাবি বিজেপি রাজ্য সভাপতির। হঠাৎ বিধায়করা মনে করতে পারেন অন্য কাউকে সমর্থন করবেন। আবার এমন গণ আন্দোলন হতে পারে, হয়তো বিধায়করা পদ ছেড়ে দেবেন। বিস্ফোরক দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
৪। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে মার। চাপড়ায় প্রহৃত বিজেপি কর্মী। বনগাঁয় বিজেপি নেতার মাকেও মারধর। মোহনপুরে আক্রান্ত জয়ী তৃণমূল প্রার্থীর ভাই। দাসপুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ।
৫। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে আরও সুর চড়ালেন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। সরকার কোনও বিল আনলে সমর্থন করব না। আক্রান্ত নির্দল প্রার্থীদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে নির্দল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী। তৃণমূল ভোটের আগে থেকেই তাণ্ডব চালাচ্ছে, বাড়িতে পুরুষদের ঢুকতে দিচ্ছে না, অভিযোগ বিধায়ক অনুগামীদের। ভোটের দিন গুলি চালিয়ে যারা ভোট বন্ধ করে দিয়েছিল, পুলিশ তাদের খুঁজছে। তাই ঘরছাড়া। বিধায়ক মিথ্যা অভিযোগ তুলে অশান্তি পাকাতে চাইছেন, পাল্টা দাবি তৃণমূল ব্লক সভাপতির।
ফের 'বিদ্রোহী' করিম
৮। বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক-সহ সিসি ক্যামেরা উধাও। আইসি-কে লেখা বিডিও-র চিঠি ট্যুইট করে আক্রমণে সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে ব্যালট লুঠ, ছাপ্পা, সন্ত্রাস হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলের দুষকৃতীরা কারচুপি করেছে। বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলো কাঁটার মতো বিঁধে গেছে। আইনের নজরে নিজেকে সুরক্ষিত রাখতেই সিসিটিভি উধাও করে দেওয়া হল না তো? এই প্রশ্ন তুলে ট্যুইট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোট গণনার পরদিনই বালুরঘাট থানার আইসি-কে চিঠি লেখেন বালুরঘাটের বিডিও।
৯। ফের ভাঙড়ে যাওয়ার পরিকল্পনা নৌশাদ সিদ্দিকির। রাজারহাট-নিউটাউনের পর হাতিশালায় ভাঙড়ের বিধায়ককে আটকানোর পরিকল্পনা পুলিশের। গতকাল সওকত মোল্লা ও আরাবুলকে ভাঙড়ে যেতে বাধা দেয় পুলিশ। ১৪৪ ধারার জারির জন্য শুক্রবার নৌশাদ সিদ্দিকিকে নিউটাউনে আটকে দেয় পুলিশ
১০। ভোটে বেলাগাম সন্ত্রাস, মৃত্যু সিপিএম কর্মীর । হরিহরপাড়ার রায়পুর অঞ্চলের নিয়ামতপুরে ভোটের দিন আক্রান্ত হন সিপিএম কর্মী রিন্টু শেখ । আক্রান্ত সিপিএম কর্মীকে মুর্শিদাবাদ থেকে নিয়ে আসা হয় এনআরএসে । বাঁশ, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এনআরএস হাসপাতালে মৃত্যু রিন্টু শেখের
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ এবং ট্যুইটার হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।






















