ডেলি শিরোনাম (১৫.০৯.২২): বিজেপির নবান্ন অভিযানের পর উত্তপ্ত রাজ্য বিধানসভা
Episode Description
বিজেপির নবান্ন অভিযানের পর উত্তপ্ত রাজ্য বিধানসভা। ওয়াক আউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে বিক্ষোভ। পাল্টা বিক্ষোভ তৃণমূলের।
অভিষেকের মাথায় গুলি মন্তব্যের পর এবার বেলাগাম অগ্নিমিত্রা।
অভিষেক না বললে এমন প্রতিক্রিয়া হত না, সাফাই রাহুল সিন্হার। দলের কাছে নম্বর পেতে এই মন্তব্য, পাল্টা জয়প্রকাশ।
বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার আরও ৭। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত, দাবি পুলিশের। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু।
কয়লা পাচারকাণ্ডে কাল জিতেন্দ্র তিওয়ারিকে ভবানীভবনে তলব সিআইডি-র। সাক্ষী হিসেবে তলব, দাবি জিতেন্দ্রর। তৃণমূল ছাড়ায় প্রতিহিংসা? প্রশ্ন শমীকের। সেয়ানে সেয়ানে কোলাকুলি, কটাক্ষ সুজনের।






















