Mamata Banerjee: 'এই সরকার বেশি দিন টিকবে না, পরে ইন্ডিয়া জোটই সরকার গড়বে', দাবি মমতার | ABP Ananda LIVE
Episode Description
ABP Ananda LIVE: বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা । শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। সুকান্ত ভট্টাচার্যের আগামীর এই সুরই কি মমতা বন্দোপাধ্যায়ের গলায়,কাল সন্ধেয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আর আজ মমতা বন্দো বললেন,পরিবর্তন প্রয়োজন, অপেক্ষায় রয়েছি।
এই সরকার বেশি দিন টিকবে না। পরে ইন্ডিয়া জোটই সরকার গড়বে। দাবি মমতার। পাল্টা আক্রমণ বিজেপির। হাতিয়ার সিএএ-এনআরসি। সংসদে ঝড় তুলতে আগ্রাসি তৃণমূল।নিউটাউনের রেস্তোরাঁয় অভিনেতা-বিধায়ক সোহমের মস্তানি! নতুন সরকার ইন্ডিয়া জোটেরই হবে। প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেওয়ার আগে, হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রবিবার শপথ নিতে চলা মোদি সরকারকে অগণতান্ত্রিক, বেআইনি বলেও আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। পাল্টা উত্তর এসেছে বিজেপির তরফে।






















