Sange Suman:৫ জনের বেশি জমায়েতে না ! লালবাজারের নোটিশে বিতর্ক।চিকিৎসকদের সভায় পাওয়া গেল না সরকারি হল | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
Ghantakhanek Sange Suman: পুজোর কলকাতায় ধর্মতলা-বউবাজারে ৫ জনের বেশি জমায়েত নয়! নাগরিক প্রতিবাদ রুখতে মরিয়া পুলিশ? লালবাজারের সার্কুলারে বিতর্কের ঝড়। কড়াকড়ির বিরুদ্ধে হাইকোর্টে জোড়া মামলা। "দুর্গাপুজোয় মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে গল্প করাও কি নিষিদ্ধ?" প্রশ্ন মামলাকারীর। না ধন্যধান্য, না নজরুল মঞ্চ, সভার জন্য কোনও সরকারি হলই পেলেন না জুনিয়র ডাক্তাররা। "থ্রেট কালচারের একটা অভিযোগ সত্যি হলেও সেটা অত্যন্ত গুরুতর," বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি। রাসায়নিক কেনাতেও লক্ষ লক্ষ টাকার দুর্নীতি চলেছে সেই আর জি করেই। উঠল মারাত্মক অভিযোগ, বিভাগীয় প্রধানের চিঠি ঘিরে তোলপাড়।
আরও খবর..
দীর্ঘ টালবাহানার পর গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য । আজ সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ । হাওড়ার পাইকারি বাজার থেকে খুচরো বাজারে যাচ্ছে মাছ
৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের মাছ ১৪৫০ থেকে ১৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে । হাওড়া পাইকারি মাছ বাজারে এসেছে মোট ১০ মেট্রিক টন ইলিশ । রাজ্যে এসেছে মোট চল্লিশ মেট্রিক টন মাছ