Ghanta Khanek Sange Suman: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। বিকল অটো সিগন্যাল, রেল ট্র্যাকিং সিস্টেম। বলির পাঁঠা চালক? | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
Ghantakhanek Sange Suman: ভয়াবহ রেল দুর্ঘটনার পর অভিশপ্ত সেই সিগন্যাল রুমে এবিপি আনন্দ। অকেজো অটো সিগন্যাল থেকে বিকল ট্রেন ট্র্যাকিং ডিভাইস। অথচ বলির পাঁঠা করা হচ্ছে প্রাণ হারানো চালককে! টানা চার-চারটে নাইট ডিউটি। পঞ্চম দিন কেন একই চালককে পাঠানো হয় মালগাড়ি চালাতে? সাহায্য না মেলার অভিযোগ, গাড়ির ডিকিতে মৃতদেহ আনতে হল পরিবারকে। "দুর্ঘটনার আড়াইঘণ্টা পর ঘটনাস্থলে আসেন রেলের উদ্ধারকারীরা", দাবি উদ্ধারকাজে প্রথম ঝাঁপিয়ে পড়া স্থানীয় পরিবারের।
আজ থেকে চালু হল রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। এবার থেকে আর পৃথক কলেজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করতে হবে না। একটিমাত্র অফিসিয়াল সেন্ট্রালাইজড পোর্টালের (Centralised Admission Portal) মাধ্যমেই একসঙ্গে ২৫টি কলেজে ভর্তির আবেদন করা যাবে, এমনকী একই বা ভিন্ন কলেজে মোট ২৫টি কোর্সে আবেদন (West Bengal College Admission) করা যাবে বলেও জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করেন। ফলে একটিমাত্র ওয়েবসাইটে এক ক্লিকেই এখন পড়ুয়ারা বাংলার কলেজে ভর্তি হতে পারবেন স্নাতকস্তরে। ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন