Sange Suman: সুপ্রিম কোর্টে বাতিল SSC-র ২০১৬-র প্যানেল। বিরোধীদের ওপর দায় চাপালেন মুখ্যমন্ত্রী
Episode Description
Ghantakhanek Sange Suman: সুপ্রিম কোর্টে বাতিল SSC-র প্রায় ২৬ হাজার চাকরি। "বৃহত্তর পরিসরে জালিয়াতি, ধামাচাপা দিতে গিয়ে অপূরণীয়ভাবে কলুষিত নিয়োগপ্রক্রিয়া। ২০১৬-র পুরো প্যানেল বাতিল করে বললেন প্রধান বিচারপতি। বিপর্যয়ের দায় বিজেপি-সিপিএমের ওপর চাপালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব কংগ্রেস-সিপিএম, গ্রেফতারি চান শুভেন্দু অধিকারী। বাড়িতে বাচ্চা, বয়স্ক বাবা-মা, মাথায় EMI-এর বোঝা, চাকরি হারিয়ে হাহাকার যোগ্যদের। রাজ্য মন্ত্রিসভার ভূমিকায় CBI তদন্ত নিয়ে বহাল থাকবে হাইকোর্টের নির্দেশ? অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে মঙ্গলবার কী বলবে সুপ্রিম কোর্ট? সুপ্রিম-কোর্টে শুনানির আগের দিনই চাকরিহারাদের সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
আরও খবর..
হাওড়ায় অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে অনুমতি ,হাওড়ায় অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে অনুমতি
অনুমতি দিল কলকাতা হাইকোর্টঅনুমতি দিল কলকাতা হাইকোর্ট
চাকরিহারাদের টাকা ফেরত দেওয়া হোক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। টাকা গেছে তৃণমূলের কাছে, ফেরত দিক তারাও। দাবি সুকান্তর। সরকার বেতন দিক, দাবি সম্বিতের।






















