GhantaKhanek Sange Suman: যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR। চাকরি বিক্রি নিয়ে বিস্ফোরক CBI | ABP Ananda LIVE
Episode Description
GhantaKhanek Sange Suman: যাদবপুরকাণ্ডে ব্রাত্য বসু, গাড়ির চালক ও ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে FIR। হাইকোর্টের নির্দেশের পর জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। SFI ও DSO নেত্রীদের থানায় তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের মেদিনীপুরের কলেজ ছাত্রীর। জনৈক 'অভিষেক' থেকে শিক্ষামন্ত্রী পার্থ, এবিপি আনন্দর হাতে CBI চার্জশিটের নথি। 'বিজেপির মতো ভাববাচ্যে কথা এজেন্সির, ভয় দেখে ভাল লাগছে', আগেই বলেছিলেন অভিষেক। 'কুন্তলের বাড়িতে থাকত টাকা গোনার মেশিন, গোনার পর টাকা যেত সুজয়কৃষ্ণর কাছে'। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে পেশ করা CBI-এর নথিতে উল্লেখ।
ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার
ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার। দাবিমতো টাকা না দেওয়ায়, এক গাড়িচালককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে, ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের একটি ভিডিও ভাইরাল, ভিডিও ঘিরে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। খবরের জেরে ৩ সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হল। আগেই হরিশ্চন্দ্রপুরের IC-কে এ নিয়ে রিপোর্ট দিতে বলেছিলেন SP।






















