গল্পকারের ঝুলি । Golpokarer Jhuli | মনের মতো মন
পর্ব সম্পর্কিত
মনের ওপর স্থানের এক অদ্ভুত প্রভাব রয়েছে। সেই একইরকম প্রভাব রয়েছে সময়ের বা মরশুমের। বসন্তকালে কোকিলের ডাক শোনার সময় মনটা যেমন করে ওঠে, শীতকালের কুয়াশা ঘেরা নির্জন পথে যেতে যেতে আমাদের মন কিন্তু তেমনটা করে ওঠে না। আবার, সেই শীতের বিষণ্ণতায় মন যা ভাবে, গ্রীষ্মের দুপুরে দূরে কোথাও চিলের ডাক শুনে কিন্তু মন তা ভাবে না। বর্ষার মুষলধারে বৃষ্টিতে মন যে ভাবের জগতে বিচরণ করে, হেমন্তের স্নিগ্ধ সকালে সেই ভাবের বিচরণভূমি কিন্তু এক থাকে না। ঠিক তেমনই পাহাড়, সমুদ্র, অরণ্য, মরুভূমি ইত্যাদি ইত্যাদি স্থানের তারতম্যে মনের মেজাজ বদলে বদলে যায়। বদলে যায় তার ভাব, তার অনুভব। আজকের পর্ব - মনের মতো মন।
গল্পকারের ঝুলি এবিপি লাইভ পডকাষ্টের একটি কল্পকাহিনীর অনুষ্ঠান, যেখানে শৌভিক আপনাদের শোনাবে তার নিজের লেখা কিছু গল্প, যা স্মৃতিতে জমে যাওয়া ধুলো মুছে দেয়, হাত ধরে নিয়ে যায় কল্পনার কোনও এক ভিনদেশে, যা স্মৃতির সরণিতে আপনাকেও হয়তো পৌঁছে দিতে পারে হারিয়ে যাওয়া কোনও ঠিকানায়।
Goplokarer Jhuli by ABP Live Podcast is a show of original fiction stories by Sauvik Pandit that take you on a journey to the dreamland of memory lane, the stories give you an essence of nostalgic utopia and remind you of the days you left behind.