মহিষাসুরমর্দিনী । Mahishasurmardini । মহালয়ার শুভ লগ্নে মহিষাসুরমর্দিনীর এক চিরন্তন আখ্যান
Episode Description
' যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী,যা ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী। শক্তিঃ শুম্ভনিশুম্ভদৈত্যদলনী যা সিদ্ধিদাত্রী পরা, সা দেবী নবকোটীমূর্তিসহিতা মাং পাতু বিশ্বেশ্বরী ।। ' - অশুভ শক্তির বিনাশে যুগে যুগে দেবী মহামায়া ধারণ করেছেন তাঁর মহিষাসুরমর্দিনী রূপ। চণ্ডী রূপে দমন করেছেন দুষ্টের আর পালন করছেন শিষ্টের। প্রতিষ্ঠা করেছেন ধর্ম ও সত্য। এই মহালয়ার পূণ্য তিথিতে তাই দেবীর আগমনের শুভারম্ভে ভারতভূমিতে শোনা যায় এক চিরাচরিত পৌরাণিক আখ্যান, বেজে ওঠে মাতৃ আগমনীর সুর। দেবলোকে অসুর দমনের এক অবিনশ্বর কাহিনী, যা যুগের পর যুগ মানুষের মনে শুভ শক্তির প্রতি আস্থা আর দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতি ভক্তির জয়গান সঞ্চার করে চলেছে। তাই আজ এই পূণ্য তিথিতে মায়ের আগমনের সূচনাকালে আরও একবার স্মরণ করব সেই চিরন্তন পৌরাণিক কথামালার। এবিপি লাইভ পডকাস্টের সকল শ্রোতাকে জানাই শারদীয়া উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ মহালয়ার পূণ্য লগ্নে এবিপি লাইভ পডকাস্টের বিশেষ নিবেদন - মহিষাসুরমর্দিনী।
মহালয়া এবিপি লাইভ পডকাস্টের শারদীয়া উৎসব সম্পর্কিত এক বিশেষ অনুষ্ঠান। বাংলা ও বাঙালির বাৎসরিক মহোৎসব দুর্গা পূজার শুভ লগ্নে এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন শারদীয়া উৎসবের নানা জানা-অজানা আখ্যান ও উপাখ্যান, যা এই উৎসবকে করে তুলেছে কালজয়ী, যা আপনাদের নিয়ে যাবে ভারতীয় সংস্কৃতির নানা অধ্যায়ে।
Mahalaya is a special program by ABP Live podcast related to the Autumnal Festival. You can listen to various unknown stories and fables of the autumnal festival of Durga Puja which has made this festival timeless, which will take you to various chapters of Indian culture.






















