Dhanteras 2023 : ১৩ নাকি আনলাকি! কিন্তু ধনতেরসে ১৩ সংখ্যাতেই ভাগ্যের চাবিকাঠি, কী কী করবেন ১৩ বার?
Dhanteras 2023: জেনে নিন ধনতেরসে কোন কাজগুলি ১৩ বার করা উচিত এবং এতে কী কী উপকার পাওয়া যায়
![Dhanteras 2023 : ১৩ নাকি আনলাকি! কিন্তু ধনতেরসে ১৩ সংখ্যাতেই ভাগ্যের চাবিকাঠি, কী কী করবেন ১৩ বার? Dhanteras 2023 Diwali What to do 13 times on Dhanteras Dhanteras 2023 : ১৩ নাকি আনলাকি! কিন্তু ধনতেরসে ১৩ সংখ্যাতেই ভাগ্যের চাবিকাঠি, কী কী করবেন ১৩ বার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/08/5191c9fb47d6914477de6148a10536c9169943710423053_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : সমুদ্র মন্থনের সময়, ভগবান ধন্বন্তরী অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হন, এই দিনটিকে ধনতেরস ( Dhanteras ) হিসাবে পালন করা হয়। ধনতেরস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয়। এদিন ভগবান কুবের, দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদের জনক ভগবান ধন্বন্তরীর পুজো করে সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে। এই দিন থেকে শুরু হচ্ছে দীপাবলির ৫ দিনের উৎসব। এই বছর ধনতেরাস ১০ নভেম্বর । ১৩ - সংখ্যাটিকে অনেকেই আনলাকি বলে থাকেন। ১৩ র সঙ্গে কোথাও রয়েছে দুর্ভাগ্যের যোগ - এম বিশ্বাস অনেকের। তবে ধনতেরসের দিনে ১৩ নম্বরটির বিশেষ তাৎপর্য রয়েছে। জেনে নিন ধনতেরসে কোন কাজগুলি ১৩ বার করা উচিত এবং এতে কী কী উপকার পাওয়া যায়।
ধনতেরাসে ১৩-র তাৎপর্য
ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে তেরো দিন। ধনতেরাস উৎসব সম্পদ এবং স্বাস্থ্যের সাথে জড়িত। এই দিনে দেবী লক্ষ্মী ও কুবের দেবের আরাধনা করলে ধন-সম্পদ ও দ্রব্যাদি ১৩ গুণ বৃদ্ধি পায়। একই সঙ্গে ভগবান ধন্বন্তরীর পুজো করলে তেরো গুণ স্বাস্থ্য উন্নতি হয় বলে বিশ্বাস। তাই এই দিনে ১৩ নম্বরটিকে শুভ বলে মনে করা হয়।
ধনতেরসে ১৩সংখ্যার বিশেষ গুরুত্ব
১৩ টি দীপ জ্বালান - ধনতেরস থেকে আলোর উত্সব শুরু হয়। এই দিন সন্ধ্যায় ১৩ টি প্রদীপ জ্বালিয়ে ঘরে এবং উঠোনের বাইরে রাখুন। এই উপাচার দেবী লক্ষ্মীকে তুষ্ট করবে। এতে চাকরি ও ব্যবসায় বাধা দূর হয়। ঘরের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। ইতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে।
পাত্রে ১৩ টি ধনে - কথিত আছে যে ভগবান ধন্বন্তরি তাঁর হাতে একটি পিতলের পাত্র নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন, তাই ধনতেরসের দিন একটি পিতলের পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরসের দিন এই নতুন পাত্রে শস্য, ধনে রাখা যায়। এই নিয়ম মানলে ঘরে খাবার বা অর্থ, কোনও কিছুরই টান পড়ে না। এই দিনে রূপার পাত্র কেনাও শুভ।
১৩ টি মুদ্রা - ধনতেরসে সবাই সাধারণত স্বর্ণ ও রৌপ্যে গহনা বা মুদ্রা কিনে থাকে। এই পরিস্থিতিতে, এই দিনে একটি নতুন রৌপ্য মুদ্রা এবং কিছু পুরানো সাধারণ মুদ্রায় হলুদ ছুঁইয়ে নিন। তারপরে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন। কথিত আছে, এই উপাচার দেবী লক্ষ্মীকে ঘরে ধরে রাখতে সাহায্য করে। আর্থিক সংকট ও ঋণ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।
১৩ টি জিনিস দান করুন - ধনতেরসের দিনে খাদ্য, বস্ত্র, প্রদীপ, লোহা, নারকেল, মিষ্টি ইত্যাদি জিনিস দান করা খুবই শুভ। এতে সম্পদ বৃদ্ধি পায়। কথিত আছে যে ধনতেরসে ১৩ টি জিনিস দান করলে দুর্ভাগ্য কখনই কাছে আসে না।
এই মন্ত্র ১৩ বার জপ করুন - ওম যক্ষে কুবেরায় বৈশ্রবণায় ধন্যা ধান্যাধিপতায় ধন শস্য সমৃদ্ধি মে দেহি দাপে দপে স্বাহা - এটি কুবের দেবের মন্ত্র। বিশ্বাস করা হয় যে ধনতেরসের দিনে ১৩ বার কুবেরের মন্ত্র জপ করলে প্রচুর সম্পদের অধিকারী হওয়া যায়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)