Hanuman Chalisha: হনুমান চালিশা পাঠ ও ১০৮ বার রামনাম জপে বদলে যেতে পারে জীবন, জানুন পদ্ধতি
Hanuman Chalisha : মঙ্গলবার সংকটমোচনের আরাধনা করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়
![Hanuman Chalisha: হনুমান চালিশা পাঠ ও ১০৮ বার রামনাম জপে বদলে যেতে পারে জীবন, জানুন পদ্ধতি Hanuman Chalisha Chanting With Ram Nam Can Create Miracle Hanuman Chalisha: হনুমান চালিশা পাঠ ও ১০৮ বার রামনাম জপে বদলে যেতে পারে জীবন, জানুন পদ্ধতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/298fbbe3d4f6bb27a420d3206ee15d66170234477309453_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : হিন্দুশাস্ত্রে কথিত আছে, শ্রী বিষ্ণুর রাম অবতারের সময় সহযোহিতা করার জন্য রুদ্রাবতার বজরঙ্গবলীর জন্ম হয়েছিল। মঙ্গলবার তাই সারাদেশে সকল ভক্তরাই ধুমধাম করে হনুমানজির পুজো করে থাকেন। কথিত রয়েছে, হনুমান দেহত্যাগ করেননি। তিনি রয়েছেন ভক্তের আশেপাশেই। তাই অন্তর থেকে ডাকলে তিনি সাড়া দেন অতি দ্রুত। তবে তাতে মানতে হয় কিছু নিয়ম।
মঙ্গলবার সংকটমোচনের আরাধনা করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় এবং নেতিবাচক শক্তি স্পর্শ করতে পারে না। এমনকী অপদেবতার নজর থাকলেও হনুমান পুজোয় মিলবে সুরাহা। হনুমান পুজো করলে তাঁরা একই সঙ্গে ভগবান রাম, ভোলেনাথ এবং শনি দেবের আশীর্বাদ পান। যেখানে রামের নাম স্মরণ হয়, সেখানে কোনও না কোনও রূপে হনুমানজি এসে উপস্থিত হন। তাই হনুমানকে সন্তুষ্ট করতে চাইলে ১০৮ বার রামনাম জপ করুন।
যে কোনও পুজোর মতো হনুমান চালিসা পাঠের আগেও গণেশের সাধনা আবশ্যক। গণেশের আরাধনার পর রাম ও সীতার নাম নিন। এর পর সংকটমোচনকে প্রণাম করে হনুমান চালিসা পাঠ করুন। সংসারে সঙ্কটমোচনের জন্য হনুমান চালিসা পাঠ করুন। ছাত্র-ছাত্রীরা হনুমান চালিসা পাঠ করলে সাফল্য পাবেন। হনুমানকে স্মরণ করে বলুন, ''হে হনুমান, রুদ্রের অবতার, সকল শত্রুর বিনাশকারী, সকল রোগের বিনাশকারী, সকলকে বশীভূতকারী, রামের দূত, আমি তোমাকে প্রণাম জানাই।' বিশ্বাস করা হয, যে শনির সাড়ে সাতি বা ধাইয়ার সময়ও হনুমানজির ভক্তরা বিপদে পড়ে না। শনিদেবকে খুশি করতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির ভক্তদের কষ্ট দেন না শনিদেব।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- এক নজরে দেখে নিন কেমন কাটবে মঙ্গলবার
-
মেষ - ব্যবসায় উন্নতি হতে পারে
-
বৃষ - সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা
-
মিথুন - কাউকে চোখ বন্ধ করে ভরসা নয়
-
কর্কট - হঠাৎ ধন লাভ হতে পারে
-
সিংহ - ভাল খবর পেতে পারেন
-
কন্যা - স্বাস্থ্যের দিকে নজর দিন
-
তুলা - ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা
-
বৃশ্চিক - বাড়িতে অশান্তির পরিবেশ
-
ধনু - পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা
-
মকর - সাবধানে গাড়ি চালাতে হবে
-
কুম্ভ - ভেবেচিন্তে শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন
-
মীন - পুরনো রোগ থেকে মুক্তি
আরও পড়ুন :
রহস্যময় এই শিব মন্দিরে প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভক্তদের! স্ট্যাম্প পেপারে মহাদেবের কাছে জমা পড়ে আবেদন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)