Hanuman Puja : মানসিক পীড়ায় জর্জরিত? হতাশা ক্রমেই গ্রাস করছে ? মিরাকল ঘটাতে পারে এই মন্ত্র
Hanuman Mantra : পণ্ডিতদের মতে, মানসিক শান্তি পেতে, ইঁদুরদৌড়ে ডিপ্রেশনের কবলে না পড়তে, অন্যের ক্ষতি করার চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে কোন মন্ত্র পাঠ করবেন?
কলকাতা : হিন্দু ধর্মে অনেক দেব-দেবী । এর মধ্যে ভক্তদের বিশ্বাস , সব থেকে কাছে অধিষ্ঠান করেন বজরঙ্গবলী। কারণ রামচন্দ্রের আশীর্বাদে তিনি চিরঞ্জীবী। ভগবান হনুমানকে শক্তি দাতা বলা হয়ে থাকে। তাই পণ্ডিতদের পরামর্শ, যুবকদের নিয়মিত হনুমানের পুজো করা দরকার। রামায়ণের সুন্দরকাণ্ড এবং হনুমান চালিসাতে হনুমানজীর গুণের বর্ণনা রয়েছে।
হনুমানজির চরিত্র তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মনে করা হয়। পণ্ডিতদের ধারণা ১৬ থেকে ২১ এর মধ্যে বয়স হলে হনুমানজির পুজো করা দরকার। সব বয়সের মানুষই হনুমানের পুজো করতে পারেন। তবে ১৬ থেকে ২১ এর মধ্যে বয়স হলে হনুমানের পুজো করা দরকার। বেশিরভাগ তরুণ প্রজন্মের মধ্যে মানসিক চাপ, বিষন্নতা এবং উদ্বেগের সমস্যা বাড়ছে। মনে অস্থিরতা বাড়ছে। এমন পরিস্থিতিতে, হনুমান জিকে স্মরণ করলে মাথা ঠাণ্ডা হবে এবং মনে ভক্তি আসবে। হনুমান চালিসায় লেখা আছে- সংকট কাটে, মিটৈ সব পিরা, জো সুমিরই হনুমত বলবীরা। অর্থাৎ ভগবান হনুমানকে স্মরণ করলে, দুঃখ-কষ্ট দূর হয়ে যায়, সব পীড়া নাশ হয়। হনুমান চালিসার শুরুতে বলা হয়েছে, 'বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি, হরহু কলেশ বিকার' । অর্থাৎ বুদ্ধিমত্তা ও জ্ঞানের শক্তিতে হনুমান জি বহু সমস্যা কাটিয়ে দেন। তাই তরুণ প্রজন্মেরও উচিত হনুমান জির পুজো করা।
পণ্ডিতদের মতে, মানসিক শান্তি পেতে, ইঁদুরদৌড়ে ডিপ্রেশনের কবলে না পড়তে, অন্যের ক্ষতি করার চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পাঠ করা দরকার হনুমান চালিশা।
হনুমানজীর আরেক নাম সঙ্কটমোচন । তিনি মাথার উপর থেকে বিপদ কাটিয়ে দেন অনেকেরই। তাই সকলে তাঁর পুজো করে। হনুমানজীর কৃপা পাওয়া যায় একটু ভক্তি ভরে ডাকলেই। মনে করা হয়, শ্রীরামের ভক্ত যাঁরা, তাঁরা সহজেই হনুমানজীর দয়া পান। তাই হনুমানজীর কৃপা পেতে গেলে আগে রামচন্দ্রকে তুষ্ট করতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও কাজে সাফল্য পেতে ভগবান হনুমানকে লাল বা গেরুয়া পতাকা নিবেদন করা যেতে পারে। তেকোনা পতাকা অর্পণের আগে ভগবান রামের নাম লিখুন তাতে। মন্দিরে এরকম পতাকা উত্তোলন করলে কাজে বাধা দূর হবে।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :