Lunar Eclipse On Holi : দোলের দিনই চন্দ্রগ্রহণ, কখন করবেন সত্যনারায়ণ ব্রত? কখন হোলির পুজো?
গ্রহণের সময় যেহেতু পুজো হয় না, তাই জেনে রাখুন চন্দ্রগ্রহণের সময়টা। যাতে ওই সময়টা যে কোনও শুভ কাজ এড়িয়ে যেতে পারেন।
Lunar Eclipse: ২০২৪ সালের দোল পূর্ণিমা পড়েছে সোমবার। দোল পূর্ণিমা ( Holi 2024 ) খুবই বিশেষ তিথি। এদিন নারায়ণ পুজো হয় বহু বাড়িতে। অনেকেই বাড়িতে রাধা কৃষ্ণর পুজো করেন। কেউ আবার সত্যনারায়ণের পুজো দেন দোলে। তবে এবার দোল পূর্ণিমায় ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ ।
চন্দ্রগ্রহণের সময়
২৪ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা অর্থাৎ শনিবার । এর পরের পূর্ণিমাটি আগামী মাসের ২৫ তারিখ। এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব আছে। এই দিনের পূর্ণিমায় পড়ছে দোল ও চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় যেহেতু পুজো হয় না, তাই জেনে রাখুন চন্দ্রগ্রহণের সময়টা। যাতে ওই সময়টা যে কোনও শুভ কাজ এড়িয়ে যেতে পারেন।
কখন করবেন সত্যনারায়ণ পুজো
এবার সত্যনারায়ণ পুজো করতে চাইল করতে হবে ২৪ মার্চ, রবিবার। এদিন প্রদোষে সন্ধে ৫ টা ৪৫ মিনিট থেকে ৭ টা ২১ এর মধ্যে করতে হবে সত্যনারায়ণ ব্রত।
দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ
দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল ১০ টা ২৩ মিনিটে। গ্রহণ ছাড়বে বিকেল ৩ টে ০২ মিনিটে। অর্থাৎ লম্বা সময়। ৪ ঘণ্টা ৩৬ মিনিট ধরে চলবে এই গ্রহণকাল। তবে দুর্ভাগ্যবশত এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে, উত্তর ও পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে। প্রশান্ত মহাসাগরীয় ও অতলান্তিক মহাসাগরীয় অঞ্চলের কিছু কিছু স্থান থেকে গ্রহণ দেখা যেতে পারে।
কোথা কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ
এই চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে। হোলিকা দহন উদযাপন হবে ২৪ মার্চ, রবিবার। হোলির উৎসব পালন হবে ২৫ মার্চ, সোমবার। বৈদিক পঞ্চাং অনুসারে, ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে ২৪ মার্চ, সকাল ৯ টা ৫৪ য়। পূর্ণিমা তিথি শেষ হবে ১২.২৯ এ। অতএব, ২৫ মার্চ চন্দ্রগ্রহণের মধ্যেই হোলি উদযাপন করা হবে।
জ্যোতিষশাস্ত্র মতে, দোল পূর্ণিমার মধ্যেই পড়ছে এই চন্দ্রগ্রহণ। গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই কোনও সুতককাল থাকছে না।
আরও পড়ুন :
শনির সাড়ে সাতি নিয়ে আতঙ্কে? জানুন কী এই সাড়ে সাতি? কোন পর্বে কী দুর্যোগ?