Astrology: সম্পর্কে প্রতারিত হলেই প্রতিশোধ নিতে মুখিয়ে থাকেন এই রাশির জাতকরা
Zodiac Sign: ছেড়ে যাওয়া যেকোনও পক্ষের কাছেই কঠিন। তাই হয়তো সম্পর্ক শেষ হলেও স্মৃতিরা অমলিন থাকে।

নয়া দিল্লি: 'সীমন্তিনী, তোমায় ডেকে পাইনি সাড়া, দুয়ার ঘিরে ছিলো হাজার কাঁটার বেড়া'- এ কবিতার ছত্রের প্রতিটি শব্দ অনেকসময়ই বাস্তবের সম্পর্কের বুনন হয়ে ওঠে। ছেড়ে যাওয়া যেকোনও পক্ষের কাছেই কঠিন। তাই হয়তো সম্পর্ক শেষ হলেও স্মৃতিরা অমলিন থাকে।
ঠিক যেন ছোটগল্প। পরিণতি না হলেও সম্পর্ক থেকে বিচ্ছেদের পরবর্তী সময়কে আত্মীকরণ করতে বেশ কিছুটা সময় লেগে যায়। বিচ্ছেদে কোনও সময় মনোমালিন্য, কোনও সময় প্রতারণার মত বিষয়ও থাকে। জ্যোতিষশাস্ত্র বলে, রাশিচক্রে ৪ রাশি রয়েছে যারা সম্পর্কে প্রতারিত হলে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
মেষ রাশি- যখন কেউ তাদের বিশ্বাস ভঙ্গ করে, মেষ রাশিরা এটিকে ব্যক্তিগতভাবে গ্রহণ করার প্রবণতা রাখে এবং তারা কাউকে তাদের সুবিধা নিতে দেয় না। তাদের প্রথম প্রবৃত্তি হল বিরক্ত বোধ করা কারণ তারা অল্পেতেই মেজাজ হারায়। ব্রেকআপের পরেও তাঁরা চট করে সরে যেতে পারে না। তাদের মনে রাখতে হবে প্রতিশোধ কারও উপকারে আসে না। আবেগ নিয়ন্ত্রণ করা উচিত।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা ক্ষমা চাইতে পারে না। অহং এবং গর্ববোধ তাঁদের এই কাজ করতে বাধা দেয়। এঁদের বিশ্বাসের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে পাল্টা আঘাত দেওয়ার মন তৈরি হয় এঁদের। কেউ এদের অহং ভাব ভেঙে দিক, এটাও তাঁরা চান না।
বৃশ্চিক রাশি- বৃশ্চিকরা খুব ক্ষমাশীল নয়। কোনও ঘটনায় তারা যে ব্যথা অনুভব করে তা তারা কখনই ভুলে যায় না। সেই ক্ষত তাঁরা বয়ে নিয়ে যায়। তাই প্রতিশোধ স্পৃহাও তৈরি হয় তাঁদের মধ্যে।
মকর রাশি- মকর রাশিরা অন্যদের উপর চট করতে বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করে প্রতারিত হলে তাই এরা মেজাজি হয়ে ওঠে। প্রাক্তনের ক্ষতি হোক, এমন মানসিকতাও তৈরি হয় তাঁদের মনের মধ্যে।
আরও পড়ুন, প্লেটে কখনই ৩টে রুটি একসঙ্গে দেওয়া উচিত নয়, কেন বারণ করে জ্যোতিষশাস্ত্র
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।






















