Europa Clipper Mission: নাসা মিশনে ভারতীয় ভাষায় 'বিশেষ বার্তা'! কোথায় যাবে?
Hindi Message to Space:ভয়েজার মিশনে পাঠানো হয়েছিল গোল্ডেন রেকর্ড। সেই ভাবনা থেকেই এবারও রেকর্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা।
কলকাতা: মহাকাশে পৌঁছবে ভারতীয় ভাষা (Indian Laguage in Space)। আর সেটা হবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাত ধরে। এই বছরে অক্টোবরেই বৃহস্পতির উপগ্রহর ইউরোপার উদ্দেশে মহাকাশযান পাঠাচ্ছে নাসা। নাম ইউরোপা ক্লিপার মিশন। আর এর সঙ্গেই বিশেষ বার্তা পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। একাধিক ভাষায় থাকবে এই বার্তা- তার মধ্যে থাকছে হিন্দিও (Hindi)। মোট ১০৩টি ভাষায় বার্তা রেকর্ড করা হয়েছে। ভয়েজার মিশনে পাঠানো হয়েছিল গোল্ডেন রেকর্ড। সেই ভাবনা থেকেই এবারও রেকর্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা এখনও পর্যন্ত যা তথ্য পেয়েছেন তাতে তাঁরা মনে করছেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির এই উপগ্রহটির বরফাবৃত উপরিভাগের তলায় রয়েছে সমুদ্র। বিশ্বে সমুদ্রের মোট আয়তনের অন্তত দ্বিগুণ সেই সমুদ্র। ধাতব Tantalum-এর তৈরি ৭X১২ ইঞ্চি প্লেটে এই বার্তা খোদিত হয়েছে। দুই দিকেই রয়েছে গ্রাফিক্স এলিমেন্ট। 'জল' (Water) শব্দটি বিশ্বের ১০৩টি ভাষায় কীভাবে বলা হয়, উচ্চারণ হয়- সেটাই খোদিত হয়েছে। পৃথিবীর সঙ্গে ইউরোপার যোগসূত্র বোঝাতেই এমন পদ্ধতি।
কীভাবে খোদাই?
নাসা জানিয়েছে, ভাষাবিদরা সারা বিশ্ব থেকে এগুলি সংগ্রহ করেছেন। তারপর সেই অডিও ফাইলগুলি ওয়েভফর্ম (Waveform)-এ ওই প্লেটে খোদাই হয়েছে। অর্থাৎ সেই অডিও ফাইলটি শব্দতরঙ্গ-এর ছবি আকারে খোদিত করা হয়েছে। হিন্দিতে জলকে পানি বলা হয়- সেই কারণে সেগুলির মধ্যেই একটি শব্দতরঙ্গ 'পানি'।
মার্কিন কবি Ada Limn's-এর হাতের লেখায় একটি কবিতাও পাঠানো হচ্ছে মহাকাশযানে। তার সঙ্গে একটি সিলিকন মাইক্রোচিপে সারা পৃথিবী থেকে নেওয়া বহু সংখ্যক নামও রয়েছে।
নাসার এই মিশন কেন?
ইউরোপায় (Europa Clipper Mission) বরফের চাদরের নীচে এমন কোনও অবস্থা রয়েছে যেখানে প্রাণ বিকশিত হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পাড়ি দিচ্ছে Europa Clipper Mission
নাসার প্ল্যানেটারি সায়েন্স ডিভিশনের ডিরেক্টর লোরি গ্লেজ জানিয়েছেন, ইউরোপাতে সমুদ্রের সন্ধান মিলেছে। পৃথিবীতেও সমুগ্র রয়েছে। জলের মধ্য থেকেই জীবনের উৎপত্তি হয়েছিল। তাই পৃথিবী ও ইউরোপার মধ্যে যোগসূত্র বোঝাতেই বেছে নেওয়া হয়েছে জল শব্দটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কেঁচো খুড়তে কেউটে! ২ কোটি ব্যাঙ্ক প্রতারণার শিকার বিশ্ববিদ্যালয়! পাকড়াও অভিযুক্ত