এক্সপ্লোর
Aluminum vs Glass Bottles: কাচ না অ্যালুমিনিয়াম, জলপানের জন্য কোন বোতল আদর্শ?
Health Tips: ব্যবহারের আগে জেনে নিন খুঁটিনাটি। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

দেরিতে হলেও প্লাস্টিকে বোতলে জলপান স্বাস্থ্যকর নয় বলে উপলব্ধি করতে পেরেছি আমরা। তাই প্লাস্টিকের পরিবর্তে কাচ বা ধাতব বোতল বেছে নিয়েছি।
2/10

বাজারে অ্যালুমিনিয়াম, স্টিল, তামা, কাঠ, কাচের বোতল পাওয়া যায় আজকাল। তবে কাচ এবং স্টিল বা অ্যালুমিনিয়াম বোতলের চাহিদাই বেশি।
3/10

কিন্তু জলপানের জন্য কাচ না অ্যালুমিনিয়ামের বোতল, কোনটা ভাল? কখনও মনে এমন প্রশ্নের উদ্রেক ঘটেছে কি? বিশেষজ্ঞরা কী বলছেন জানুন।
4/10

গবেষণায় দেখা গিয়েছে, কাচের তুলনায় অ্যালুমিনিয়ামের কার্বন ফুটপ্রিন্ট অনেকটা কম। বায়ুমণ্ডলে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণের নিরিখে কার্বন ফুটপ্রিন্ট নির্ধারণ করা হয়।
5/10

এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন বাতাসে মেশে। কাচ বা অ্যালুমিনিয়ামের বোতল তৈরির সময় বাতাসে ওই সমস্ত ক্ষতিকর গ্যাসের নির্গমন ঘটে।
6/10

McKinsey-র গবেষণা অনুযায়ী, অ্যালুমিনিয়ামের বোতল তৈরির সময়, কাচের বোতলের তুলনায় ৩১ শতাংশ কম গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটে বাতাসে।
7/10

অ্যালুমিনিয়াম অজস্রবার পুনর্ব্যবহারযোগ্যও, গুণমানের কোনও ফারাক হয় না। কিন্তু কাচ অজস্রবার পুনর্ব্যবহার করা যায় না। এতে কাচের গুণগত মান পড়ে যায়। অর্থাৎ কাচের বোতল তৈরিতে বেশি কম শক্তির প্রয়োজন হয়।
8/10

অ্যালুমিনিয়ামের বোতল ওজনেও হালকা হয়। যেখানে খুশি নিয়ে যেতে পারেন। কাচের বোতল নিয়ে ঘোরা মুশকিল। একে ভারী, তার উপর ভেঙেও যেতে পারে।
9/10

তবে কাচের বোতল দেখতে অ্যালুমিনিয়ামের তুলনায় আকর্ষণীয়। তবে সবদিক থেকে তুলনা করলে অ্যালুমিনিয়ামের বোতল ব্যবহার করাই শ্রেয়। পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বোতল কাচের বোতলকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা।
10/10

তবে যদি বাড়িতে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কাচের বোতল দেখতে ভাল লাগে। বাইরে বেরনোর সময় অ্যালুমিনিয়ামের বোতল রাখতে পারেন ব্যাগে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 01 Dec 2024 09:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
