Solar Eclipse: পৃথিবীর গায়ে 'কালো ছোপ'! 'অভূতপূর্ব' এক দৃশ্য ধরা পড়ল নাসার ক্যামেরায়
'Ring Of Fire' Annual Eclipse: শনিবার আমেরিকার বেশিরভাগ অংশে ‘রিং অফ ফায়ার’ সূর্য গ্রহণের আংশিক দৃশ্য দৃশ্যমান হয়।
নয়া দিল্লি: ১৪ অক্টোবর আকাশে দেখা যায় এক বিরল দৃশ্য। দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের মত বেশ কিছু জায়গার স্থানীয়রা এই বিরল দৃশ্যের সাক্ষী ছিল। শনিবার আমেরিকার বেশিরভাগ অংশে ‘রিং অফ ফায়ার’ সূর্য গ্রহণের আংশিক দৃশ্য দৃশ্যমান হয়।
মহাকাশীয় ঘটনার সময়, মহাকাশ থেকে পৃথিবী কেমন দেখায় তার একটি মন্ত্রমুগ্ধকর ছবি শেয়ার করেছে নাসা। ছবিতে, চাঁদ থেকে ছায়া, বা আমব্রা, কর্পাস ক্রিস্টির কাছে টেক্সাসের দক্ষিণ-পূর্ব উপকূল জুড়ে পড়তে দেখা যায়। নাসা আর্থ X-এ ছবিটি শেয়ার করেছে।
An EPIC view of the annular eclipse 😎
— NASA Earth (@NASAEarth) October 17, 2023
About 1.5 million kilometers from Earth, the shadow, or umbra, from the Moon was seen falling across the southeastern coast of Texas. @nasa's EPIC instrument on the DSCOVR satellite captured this image on Oct. 14. https://t.co/WPvQbRAFKN pic.twitter.com/QWBJFqRyBl
ছবিটি গ্রহণের সময় NASA এর EPIC (আর্থ পলিক্রোম্যাটিক ইমেজিং ক্যামেরা) ইমেজার DSCVR (ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি), একটি যৌথ NASA, NOAA এবং US এয়ার ফোর্স স্যাটেলাইট একযোগে ছবিটি তুলেছে।
এটি প্রায় ছয় ঘন্টা ধরে চলেছিল। সূর্যগ্রহণটি মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার অনেক দেশে দৃশ্যমান ছিল। তবে ভারতে তা দেখা যায়নি।
ওয়াশিংটনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার চাঁদ সূর্যের সামনে অবস্থান করবে, যার কারণে এর বেশিরভাগ অংশই লুকিয়ে থাকবে কিন্তু একটি দর্শনীয় বৃত্ত বা বলয় দেখা যাবে। জানা যায়, চাঁদ যখন পৃথিবী থেকে তার দূরতম বিন্দুতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে যায় সেই সময় একটি বৃত্তাকার সূর্যগ্রহণ ঘটে । এই কারণে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে রাখতে পারে না, যার কারণে আকাশে সূর্যের আলোর একটি পাতলা বৃত্ত বা ‘আগুনের বলয়’ দৃশ্যমান হয়। সম্পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে।
নাসার তরফে জানানো হয়েছিল, আবহাওয়া অনুকূল থাকলে ওরেগন, নেভাদা, উটাহ, নিউ মেস্কিকো, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আংশিক সূর্যগ্রহণের গড় সময় হবে চার থেকে পাঁচ মিনিট। আটলান্টিক মহাসাগরে সূর্যাস্তের সময় আংশিক সূর্যগ্রহণ শেষ হবে।