এক্সপ্লোর
Alien Bases on Earth: পৃথিবীতে রয়েছে গোপন ঘাঁটি, আস্তানা গড়ে তুলেছে শনির উপগ্রহেও, এলিয়েনদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য CIA-র রিপোর্টে
Science News: ভিন্গ্রহীদের নিয়ে তথ্য গোপন করেছে আমেরিকা? ছবি: ফ্রিপিক, CIA.
ছবি: ফ্রিপিক, CIA.
1/10

ভিন্গ্রহীদের অস্তিত্বের প্রমাণ গোপন রাখা হয়েছে বলে অভিযোগ আজকের নয়। দশকের পর দশক আমেরিকাকে বিদ্ধ হতে হয়েছে এই অভিযোগে। ভিন্গ্রহীদের তথ্য গোপন করায় একবার ফের তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল।
2/10

কারণ আমেরিকার গুপ্তচর সংস্থা CIA-র গোপন নথি সামনে এসেছে, যেখানে ভিন্গ্রহীদের আস্তানার সন্ধানও রয়েছে। মোট তিনটি জায়গার কথা বলা হয়েছে, যেখান থেকে ভিন্গ্রহীরা নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দু’টি জায়গা আবার পৃথিবীর বুকেই।
3/10

শনিবার আমেরিকায় ভিন্গ্রহী যান নিয়ে একটি শুনানি ছিল। সেখানে শীর্ষস্তরের বিজ্ঞানী থেকে পেন্টাগনের কিছু আধিকারিক তথ্য়গোপনের অভিযোগ তোলেন। আমেররিকার সরকার সেই অভিযোগ অস্বীকার করলেও, ফাঁস হয়ে যাওয়া CIA-র একটি গোপন নথি বিতর্ক সৃষ্টি করেছে।সাত এবং আটের দশকে CIA-র তরফে ভিন্গ্রহীদের অস্তিত্ব জানতে কিছু পরীক্ষানিরীক্ষা চালানো হয়। সেই নিয়ে ‘Description of PErsonnel Associated ‘ET’ Bases’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে ভিন্গ্রহীদের ঘাঁটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
4/10

সাত এবং আটের দশকে CIA-র তরফে ভিন্গ্রহীদের অস্তিত্ব জানতে কিছু পরীক্ষানিরীক্ষা চালানো হয়। সেই নিয়ে ‘Description of PErsonnel Associated ‘ET’ Bases’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে ভিন্গ্রহীদের ঘাঁটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
5/10

ভিন্গ্রহীদের ঘাঁটি হিসেবে তিনটি জায়গার উল্লেখ মিলেছে CIA-র ওই গোপন রিপোর্টে, ১) দক্ষিণ আমেরিকার আলাস্কা অথবা আফ্রিকা (নিরক্ষরেখার দক্ষিণে), স্পেন এবং শনির বৃহত্তম উপগ্রহ টাইটানের। সেখানে ভিন্গ্রহীদের অস্তিত্বের প্রমাণ মিলেছে, এমনকি সামনে থেকে কয়েকজন ভিন্গ্রহীদের দেখেছেন বলেও দাবি করা হয়েছে।
6/10

US Freedom of Information Act-এর আওতায় গোপন রিপোর্টটি সামনে আনা হয়েছে। তাতে বলা হয়েছে, শুধুমাত্র মহাশূন্যে নয়, পৃথিবীতেও ঘাঁটি রয়েছে ভিন্গ্রহীদের। আলাস্কার Mount Hayes, স্পেনের Mount Perdido-র পাশাপাশি পুয়ের্তো রিকো এবং বাহামা উপকূলে, সাগরের নীচে ভিন্গ্রহীদের ঘাঁটি থাকতে পারে বলে জানানো হয়েছে রিপোর্টে। এর মধ্যে আলাস্কাকে মূল ঘাঁটি বলে উল্লেখ করা হয়েছে।
7/10

ভিন্গ্রহীদের চেহারার বর্ণনা দিতে গিয়ে লেখা হয়েছে, ভিন্গ্রহীদের মাথা আকারে বেশ বড় এবং গোল। বাকি শরীর মানুষের মতোই। কিন্তু গায়ের রং ফ্যাকাশে। নাক অত্য়ন্ত তীক্ষ্ণ। শুধু তাই নয়, টাইটানে সম্ভাব্য ভিন্গ্রহীদের মধ্যে এক ‘আকর্ষণীয় নারী’ও রয়েছে বলে লেখা হয় রিপোর্টে। তাঁর বাদামি চুল, পরনে থাকা হালকা সবুজ ল্যাব কোটের উল্লেখও রয়েছে।
8/10

তবে বর্ণনা থাকলেও ভিন্গ্রহীদের কোনও ছবি মেলেনি রিপোর্টে। কিন্তু রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভিন্গ্রহীদের অস্তিত্ব জেনেও আমেরিকা তা গোটা পৃথিবীর থেকে লুকিয়ে রেখেছে বলে নতুন করে অভিযোগ উঠছে।
9/10

বিগত কয়েক দশকে বার বার অজ্ঞাত পরিচয় যান উড়তে দেখা গিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। Mount Hayes থেকেও বার বার এমন খবর সামনে এসেছে। অজ্ঞাত উড়ন্ত যানগুলি আসলে ভিন্গ্রহী যান বলেও দাবি উঠেছে। সেই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হলেও, ধোঁয়াশা রয়েই গিয়েছে।
10/10

জানা যাচ্ছে, ঠান্ডা যুদ্ধের সময় ভিন্গ্রহীদের নিয়ে অনুসন্ধানে একাধিক পদক্ষেপ করে CIA. এমনকি অলৌকিক শক্তির অধিকারী বলে পরিচিত ব্যক্তিদের সাহায্যও নেওয়া হয় বলে জানা যায়।
Published at : 04 May 2025 09:59 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















