এক্সপ্লোর
Alien Bases on Earth: পৃথিবীতে রয়েছে গোপন ঘাঁটি, আস্তানা গড়ে তুলেছে শনির উপগ্রহেও, এলিয়েনদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য CIA-র রিপোর্টে
Science News: ভিন্গ্রহীদের নিয়ে তথ্য গোপন করেছে আমেরিকা? ছবি: ফ্রিপিক, CIA.
ছবি: ফ্রিপিক, CIA.
1/10

ভিন্গ্রহীদের অস্তিত্বের প্রমাণ গোপন রাখা হয়েছে বলে অভিযোগ আজকের নয়। দশকের পর দশক আমেরিকাকে বিদ্ধ হতে হয়েছে এই অভিযোগে। ভিন্গ্রহীদের তথ্য গোপন করায় একবার ফের তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল।
2/10

কারণ আমেরিকার গুপ্তচর সংস্থা CIA-র গোপন নথি সামনে এসেছে, যেখানে ভিন্গ্রহীদের আস্তানার সন্ধানও রয়েছে। মোট তিনটি জায়গার কথা বলা হয়েছে, যেখান থেকে ভিন্গ্রহীরা নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দু’টি জায়গা আবার পৃথিবীর বুকেই।
Published at : 04 May 2025 09:59 AM (IST)
আরও দেখুন






















